Mutual Fund: ১০ হাজার টাকার SIP-তে ২ বছরেই ৪.৩ লক্ষ টাকা ! এই ফান্ডে দারুণ রিটার্ন
Mutual Fund SIP: এমনই একটি ফান্ডে দুই বছরের মধ্যেই টাকা দ্বিগুণ (Mutual Fund SIP) করে দিয়েছে বিনিয়োগকারীর। এই ফান্ডে মাসে ১০ হাজার টাকার SIP করলে ২ বছরের মধ্যেই এই বিনিয়োগ হয়ে গিয়েছে ৪.৩৬ লক্ষ টাকা।
Mutual Fund SIP: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে অনেকেই দারুণ রিটার্ন পেয়েছেন। মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলে তাঁকে বলে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এমন কিছু কিছু ফান্ড আছে যারা অনেক কম সময়ের মধ্যে দারুণ রিটার্ন (Mutual Fund) এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এমনই একটি ফান্ডে দুই বছরের মধ্যেই টাকা দ্বিগুণ (Mutual Fund SIP) করে দিয়েছে বিনিয়োগকারীর। এই ফান্ডে মাসে ১০ হাজার টাকার এসআইপি করলে ২ বছরের মধ্যেই এই বিনিয়োগ হয়ে গিয়েছে ৪.৩৬ লক্ষ টাকা। কোন ফান্ডে এত রিটার্ন ?
কোন ফান্ডে এত রিটার্ন মিলেছে
এই ফান্ডের নাম বরোদা বিএনপি পরিবাস মিউচুয়াল ফান্ড (Baroda BNP Paribas Multi Asset Fund)। এই ফান্ডের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেখানে ৩০ নভেম্বর ছিল ১.১৯ লক্ষ কোটি টাকা, সেখানে তা ২৬ ডিসেম্বরে এসে বেড়ে দাঁড়ায় ১.৪৪ লক্ষ কোটি টাকা। ১৯ ডিসেম্বর এই ফান্ডের ২ বছর সম্পূর্ণ হয়েছে। আর এই ফান্ড তার বেঞ্চমার্ককে ২০ শতাংশের ব্যবধানে আউটপারফর্ম করেছে। একই মেয়াদে এই ফান্ড থেকে ১৮.৯১ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। এই ফান্ডের মোট সম্পদের ৬৯.৪৯ শতাংশ রয়েছে ইকুইটিতে, ১৪.৮৮ শতাংশ রয়েছে সোনায়, ১৪.৭৩ শতাংশ রয়েছে ডেট ফান্ডে আর ১.২৩ শতাংশ রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে এই ফান্ডের।
বড় সংস্থার ডেট ফান্ডে বিনিয়োগ রয়েছে
ভ্যালু রিসার্চ ডেটা অনুসারে টাটা ক্যাপিটাল হাউজিং ফিনান্স, আরইসি লিমিটেড, পাওয়ার ফিনান্স কর্পোরেশন ইত্যাদি সংস্থায় এই ফান্ড ১.২৬ শতাংশ থেকে ২.১০ শতাংশ বিনিয়োগ রয়েছে। এই বরোদা বিএনপি পরিবাস মাল্টি অ্যাসেট ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে ০.৯০ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: কয়েক বছরেই ১ লাখ থেকে ৩০ লাখ রিটার্ন, এই স্টক কেনা থাকলে কোটিপতি হতেন