NSE IPO: আইপিও নিয়ে আসবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও, আর কতদিন অপেক্ষা করতে হবে ?
NSE IPO: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আবারও নতুন করে বাজারে তাদের আইপিও আনার জন্য বাজার নিয়ন্ত্রক সেবির কাছে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন করেছে।
Upcoming IPO: দেশের অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জ সংস্থা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আবার নতুন করে তার বহুপ্রতীক্ষিত আইপিওর (NSE IPO) জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এমনকী নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেবির (SEBI Update) কাছে আবেদন করেছে। এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যমে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে কী বলা হচ্ছে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নো অবজেকশন সার্টিফিকেটের জন্য সেবির কাছে আবেদন করেছে। এই প্রতিবেদনে বিষয় সম্পর্কিত সূত্রের উল্লেখ করে বলা হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE IPO) আবারও নতুন করে বাজারে তাদের আইপিও আনার জন্য বাজার নিয়ন্ত্রক সেবির কাছে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন করেছে।
হাইকোর্টকে কী জানিয়েছে সেবি
বাজার নিয়ন্ত্রক সেবি এই মাসেই দিল্লি হাইকোর্টকে জানিয়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিওর বিলম্বের জন্য এই সংস্থা কখনও দায়ী নয়। একটি মামলার শুনানির সময় সেবি দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তার তালিকাভুক্তির ব্যাপারে কোনও নতুন করে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানায়নি। এই আইপিওতে বিলম্বের জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিজেই দায়ী।
হাইকোর্টে এই আবেদন এসেছে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও ও তার তালিকাভুক্তির প্রক্রিয়া দ্রুত করার দাবিতে দিল্লি হাইকোর্টকে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। একই আবেদনের শুনানিতে আদালত বাজার নিয়ন্ত্রক সেবিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও আনার বিলম্বের কারণ জিজ্ঞাসা করেছিল। আদালতে সেবি কারণ জানানোর মাত্র কয়েক দিন পরেই সদ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নতুন করে নো অবজেকশনের জন্য আবেদন করেছে।
আইপিওর খসড়া ফেরত দিয়েছে সেবি
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও এবং তালিকাভুক্তির বিষয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। কয়েক বছর আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আইপিওর জন্য সেবির কাছ থেকে অনুমোদন পেয়েছিল। ২০১৬ সালের ডিসেম্বর মাসে প্রথমবার সেবির কাছে আইপিওর খসড়া অর্থাৎ DHRP প্রথম দাখিল করেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই আবেদন অনুমোদন করেছিল সেবি, কিন্তু ২০১৯ সালে কো-লোকেশন ফেসিলিটি নিয়ে সমস্যা হওয়ায় এই আবেদন তখন সেবি মঞ্জুর না করে ফেরত দিয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NBCC Share Price : NBCC শেয়ারে দুরন্ত গতি, ৮ শতাংশের বেশি বাড়ল স্টক, এখন নেওয়ার সময় ?