Social Media Update: সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচারে ৫০ লাখ জরিমানা ! প্রভাবশালীদের জন্য নতুন নিয়ম
New Rule for Influencers: টাকা নিয়ে করা যাবে না বিভ্রান্তিমূলক প্রচার। কোনও পণ্য বা পরিষেবার বিষয়ে ভুয়ো বা মিথ্যে প্রচার করলে দিতে হবে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা।
New Rule for Influencers: টাকা নিয়ে করা যাবে না বিভ্রান্তিমূলক প্রচার। কোনও পণ্য বা পরিষেবার বিষয়ে ভুয়ো বা মিথ্যে প্রচার করলে দিতে হবে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। নতুন নিয়ম শুরু করল সরকার।
Social Media Update: কী জরিমানা করবে সরকার ?
সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) প্রভাবশালীদের জন্য এই নতুন নিয়ম শুরু করেছে। এই নিয়ম লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে জরিমানা। এছাড়াও, যেকোনও ব্র্যান্ডের প্রচার ৬ মাসের জন্য বন্ধ করা হতে পারে। শুক্রবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছে কেন্দ্র।
New Rule for Influencers: তারকারাও পড়তে পারেন ফাঁপরে
নতুন নিয়মে তারকারাও পড়বেন ফাঁপরে। এই বিষয়ে সিসিপিএ প্রধান নিধি খারে একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এরপর থেকে কোনও বিজ্ঞাপনদাতা ও সেলিব্রিটি বা প্রভাবশালীর মধ্যে কোনও চুক্তি হলে তা প্রকাশ্যে আনতে হবে। গ্রাহকদের নিরাপত্তা ও স্বচ্ছতার কথা মাথায় রেখে সিসিপিএ এই নিয়ম এনেছে। আগামী দিনে বিপুল অঙ্কের বিজ্ঞপনের বাজারের কথা মাথায় রেখেই এই ধরনের নিয়ম করেছে সরকার। বিজ্ঞাপন বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের মধ্যে বিজ্ঞাপনের বাজার ২৮০০ কোটি টাকায় পৌঁছে যাবে।
Celebrity In Trouble: যাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে
CCPA তার নির্দেশিকাতে বলেছে, এই নিয়মগুলি সেই সব ব্যক্তির জন্য প্রযোজ্য ,যাঁরা তাদের কাজ বা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রভাবিত করেন। এবার থেকে বিজ্ঞপনের ছবি বা ভিডিয়োতে অ্যাডের সব বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। পাশাপাশি ভিডিওর ক্ষেত্রে আপনি কোনও তথ্য গোপন করতে পারবেন না। বর্ণনা ছাড়াও, ভিডিওগুলিতে সম্পূর্ণ ব্র্যান্ডের তথ্য থাকতে হবে।
Legal Action On Fraud: আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে
এই নতুন নিয়ম নিয়ে উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং জানিয়েছেন, নতুন নির্দেশিকাগুলি 'পার্সোনাল কেয়ার' ও পোশাকের বিভাগগুলিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। কারণ, এই ধরনের বড় বিভাগে পণ্যের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের বেছে নেয়। সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তি যদি কোনও বিজ্ঞপনের বা প্রভাবশালীর বক্তব্যে অ-সম্মত হয়, তবে গ্রাহকরা নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। এমনকী এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে যাওয়ার জন্য আইনের অধীনে বিধান রয়েছে।
Social Media New Rule: বিভ্রান্তিকর বিষয় প্রকাশ্যে আনা যাবে না
সিসিপিএ তার নির্দেশিকাতে জানিয়েছে, যেকোনও ব্র্যান্ডের প্রচারের পাশাপাশি এর বিভ্রান্তিকর বিষয়গুলিও প্রকাশ করা প্রয়োজন। যদি তা না করা হয়, তাহলে ওই ব্র্যান্ডের জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। মূলত, কোনও কিছু গোপনা করলেও তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া যাবে নতুন নিয়মে।
আরও পড়ুন : Budget 2023: নতুন সংসদ ভবনে ২০২৩-২৪ এর বাজেট পেশ ! সাংসদের ট্যুইটে বাড়ল জল্পনা