এক্সপ্লোর
Advertisement
নতুন বছরে কোথায় বিনিয়োগ করবেন কষ্টার্জিত অর্থ? জেনে নিন
অর্থ থাকলে ২৫ শতাংশ জমি-বাড়িতে বিনিয়োগ করুন। এতে সুযোগ আছে, দামও বাড়বে বলে মনে হচ্ছে।
কলকাতা: শেয়ারে বিনিয়োগকারীদের পক্ষে এ বছরটা ভাল ছিল না। করোনার জেরে বাজার ধাক্কা খায়। তারপর সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু বড়সড় পদক্ষেপ করলেও পরিস্থিতি এখনও আগের মত হয়নি।
আগামী সপ্তাহে শুরু হচ্ছে নতুন বছর। দালাল স্ট্রিটের শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছরে দামী দামী শেয়ারে বিনিয়োগ কম করুন, বিনিয়োগ করুন ভেঙে ভেঙে। শেয়ারে বিনিয়োগ করুন বরাদ্দ অর্থের ৪৫-৭০ শতাংশ, বন্ডে ১৫-৪০ শতাংশ এবং সোনায় ৫-২০ শতাংশ। অর্থাৎ যদি আগামী বছরে ১ লাখ টাকা বিনিয়োগ করতে চান, তবে ৪৫,০০০-৭০,০০০০ যাক শেয়ারে, বাকিটা যাক ফিক্সড ইনকাম অ্যাসেটস এবং সোনায়। কোনও কোনও বিশেষজ্ঞ অর্থশালী বিনিয়োগকারীদের জমি-বাড়িতেও বিনিয়োগ করতে বলছেন।
অ্যাক্সিস সিকিউরিটিজের চিফ ইনভেস্টমেন্ট অফিসার নবীন কুলকার্নি বলছেন, নতুন বিনিয়োগকারীদের বরাদ্দ অর্থের ৭০ শতাংশ যাক শেয়ারে, ২০ শতাংশ বন্ডে আর বাকিটা সোনায়। আবার এইচডিএফসি সিকিউরিটিজের রিটেল রিসার্চের প্রধান দীপক জাসানির বক্তব্য, ৫০ শতাংশ শেয়ারে যাক, ৩০ শতাংশ বন্ডে, ১৫ শতাংশ জমি-বাড়িতে, ৫ শতাংশ সোনায়। ক্যাপিটালভায়া গ্লোবাল রিসার্চের রিসার্চ হেড গৌরব গর্গ বলছেন, ২০২১-এ ইকুইটি অন্যান্য অ্যাসেটকে পিছনে ফেলবে বলে মনে হচ্ছে। তাই বিনিয়োগ করতে চলা অর্থের ৪৫ শতাংশ শেয়ারে যাক, ১৫ শতাংশ করে বিনিয়োগ করুন সোনা আর বন্ডে। অর্থ থাকলে ২৫ শতাংশ জমি-বাড়িতে বিনিয়োগ করুন। এতে সুযোগ আছে, দামও বাড়বে বলে মনে হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement