Stock Market Holiday 2025: মহাশিবরাত্রিতে স্টক মার্কেট খোলা না বন্ধ ? করা যাবে ট্রেডিং ? জানুন বিস্তারিত
Stock Market Holidays 2025: আগামীকাল মহাশিবরাত্রি পালিত হবে সারা দেশে। এদিন কি স্টক মার্কেট খোলা থাকবে ? করা যাবে ট্রেডিং ?

NSE Holiday: আগামীকাল ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হবে সারা দেশজুড়ে। এই বিশেষ দিন উপলক্ষ্যে অনেক মানুষের মনেই প্রশ্ন আসে যে এদিন ব্যাঙ্ক, স্টক মার্কেট কি খোলা থাকবে ? ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি (Mahashivaratri 2025) উপলক্ষ্যে বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার। অর্থাৎ এদিন আপনি ট্রেডিং করতে পারবেন না। এমনকী ব্যাঙ্কও এদিন কিছু কিছু রাজ্যে বন্ধ থাকবে।
শেয়ার বাজার বন্ধ থাকবে
শেয়ার বাজারের ১৪টি বড় বড় ছুটির দিনের মধ্যে মহাশিবরাত্রি অন্যতম। প্রতি বছর বাংলার ফাল্গুন মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি অনুষ্ঠান আর এই দিনে বন্ধ থাকে স্টক মার্কেট। আগামী মাসে আরও কিছুদিন বন্ধ থাকবে স্টক মার্কেট। ১৪ মার্চ হোলি উপলক্ষে বন্ধ থাকবে ট্রেডিং। আর ৩১ মার্চ রমজান বা ইদ-উল-ফিতর উপলক্ষ্যে স্টক মার্কেট বন্ধ থাকবে।
ব্যাঙ্কও বন্ধ থাকবে
আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষ্যে গুজরাত, জম্মু ও কাশ্মীর, মিজোরাম, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরালা, ছত্তিশগড়, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ইত্যাদি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং বা নেটব্যাঙ্কিং চালু থাকবে।
গতকাল বাজারে নেমেছে ধস
২৪ ফেব্রুয়ারি স্টক মার্কেটে বড় ধস দেখা গিয়েছে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক ধাক্কায় ৮৫৬ পয়েন্ট পড়ে গিয়েছিল আর অন্যদিকে নিফটি ৫০ সূচকেও ২৪২ পয়েন্টের পতন এসেছিল। নিফটির অন্তর্গত ৫০টি শেয়ারের মধ্যে ৩৮টি শেয়ারেই এসেছিল পতন। উইপ্রো, এইচসিএল টেক, টিসিএস, ইনফোসিস ইত্যাদি শেয়ারে পতন দেখা গিয়েছিল। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ড. রেড্ডিজ ল্যাব, নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। আর আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সেনসেক্সে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে, ১৪৭ পয়েন্ট বেড়েছে সূচক। নিফটি সূচক ৫.৮০ পয়েন্ট বেড়েছে মাত্র। তবে আগের দিনের লোকসান এখনও পূরণ হয়নি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















