Nykaa Share update: নাইকার শেয়ারে ধস, দাম কমল ৮০ শতাংশ
Nykaa Share update: 'অল টাইম হাই' থেকে একেবারে তলানিতে চলে এল নাইকার শেয়ারের দাম। বৃহস্পতিবার 'অল টাইম লো' ৮০ শতাংশ কম দামে ট্রেড করেছে এই শেয়ার
![Nykaa Share update: নাইকার শেয়ারে ধস, দাম কমল ৮০ শতাংশ Nykaa hits fresh all-time low; shares down around 80% from peak Nykaa Share update: নাইকার শেয়ারে ধস, দাম কমল ৮০ শতাংশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/28/cd13f46e80210e23513fa7fc5a52eb3a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nykaa Share update: 'অল টাইম হাই' থেকে একেবারে তলানিতে চলে এল নাইকার শেয়ারের দাম। বৃহস্পতিবার 'অল টাইম লো' ৮০ শতাংশ কম দামে ট্রেড করেছে এই শেয়ার।
Nykaa Share update: এদিন দিনের সবথেকে কম ১৩৭২ টাকায় চলে গেছিল এই শেয়ারের দাম। পরে দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময় দাম ছিল ১৪৪৭ টাকা। নভেম্বরে এই শেয়ারের দাম ছিল ২৫৭৩ টাকা। বাজারের পরিসংখ্যান বলছে, কেবল ফেব্রুয়ারিতেই ১৮-২০ শতাংশ দাম কমেছে এই শেয়ারের। মূলত, কোম্পানির উপার্জন কম হওয়ার রিপোর্টই নাইকার শেয়ারের পতনের কারণ। তার ওপর বাজারের অস্থিরতা বড়সড় প্রভাব ফেলেছে কোম্পানির উপর। সেই কারণে এতটা নিচে নেমে এসেছে নাইকার শেয়ার।
Nykaa Share update: নাইকার আর্থিক রিপোর্ট বলছে, গত ত্রৈমাসিকে ভাল ফল করতে পারেনি কোম্পানি। ২৯ কোটি টাকা নেট লাভ হয়েছে সংস্থার। গত বছরের তুলনায় যা ৫৮ শতাংশ কম। যদিও ত্রৈমাসিকে আয় বেড়েছে ৩৬ শতাংশ বা ১০৯৮ কোটি টাকা। গত অর্থবর্ষে একই সময়ে ৮০৮ কোটি টাকা আয় করেছিল নাইকা।কোম্পানির EBITDA ৩৬ শতাংশ কমে ৬৯ কোটি টাকা হয়েছে। যা একই অর্থবর্ষে একই সময়ে ১০৭ কোটি টাকা ছিল।
Stock market Update: অস্থিরতার বাজারে এদিনও দুটি সংখ্যার ওপর তাকিয়ে ছিলেন আমানতকারীরা। সবার নজর ছিল নিফটির এই নম্বরের ওপর। শেষ পর্যন্ত ১৭,৪০০-র ওপরে গিয়েও নিফটির দৌড় থামল ১৭,৩০৪-এ। এদিন সকাল কিছু সময় লাল থাকলেও বেলা বাড়তেই উঠতে থাকে বাজার। তবে দুপুরের পর আতঙ্ক বাড়তে থাকে বিনিয়োগকারীদের। ফের রেড জোনে চলে যায় বাজার। দিনের শেষে ১ শতাংশ পড়ছে ব্যাঙ্কের সূচক। সেখানে পাওয়ার ইনডেক্স বেড়েছে প্রায় ২ শতাংশ। যেটা চিন্তার বিষয়, এদিন লালেই থামে BSE midcap ও smallcap ইনডেক্স।
Stock market Update: মার্কেট অ্যানালিস্টরা বলছেন, এই বাজারে সূচক তলানিতে গেলেও সুযোগের সদ্ব্যাবহার করা উচিত বিনিয়োগকারীদের। ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখে লম্বা সময়ের জন্য লগ্নি করা যেতে পারে। সেই ক্ষেত্রে লার্জ ক্যাপ , মিড ক্যাপের দিকেই ঝোঁকা ভাল। সেই ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কম থাকবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)