Okinawa OKHI-90: নতুন ইলেকট্রিক স্কুটার এল ভারতে, ওলা-এথারের সঙ্গে হবে তুলনা
Okinawa OKHI-90: ওলা বা এথারের মতো আগ্রাসী লুক নেই এই গাড়িতে। দেখতে সাদামাদা হলেও এর প্লাস পয়েন্ট এর বড় চাকা।১৬ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।
Okinawa OKHI-90: দেশে বেড়েই চলেছে বৈদ্যুতিক স্কুটার (Electric Scooter) লঞ্চের সংখ্যা। যার সর্বশেষ সংযোজন Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটার। ওলা-এথারের সঙ্গে যুদ্ধে কতটা প্রতিযোগিতা করতে পারবে এই স্কুটার ?
Okinawa Okhi-90 electric scooter: অন্যদের থেকে কোথায় আলাদা ওখি
ওলা বা এথারের মতো আগ্রাসী লুক নেই এই গাড়িতে। দেখতে সাদামাদা হলেও এর প্লাস পয়েন্ট এর বড় চাকা।১৬ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। সঙ্গে পাবেন ক্রোম ডিজাইন। বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ার কারণে অনেক বেশি অ্যাডভান্টেজ এই স্কুটার। যেখানে ছোট চাকার কারণে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে ওলা (Ola)-এথার (Ather)। তবে পারফরম্যান্সে তুলনা হয় না এই দুই গাড়ির।
Okinawa OKHI-90: কী ফিচার রয়েছে স্কুটারে ?
এই স্কুটারটিতে 40 লিটারের বড় বুট ক্ষমতা দেওয়া হয়েছে। বৈশিষ্ট্যের তালিকার মধ্যে রয়েছে টার্ন বাই ন্যাভিগেশন, কি-লেস ন্যাভিগেশন, ওটিএ আপডেট, জিও ফেন্সিং, ইউএসবি চার্জিং, স্মার্টফোন সংযোগ ইত্যাদি। পাশাপাশি একটি ওকিনাওয়া কানেক্ট অ্যাপ রয়েছে স্কুটারে।
Okinawa Okhi-90 Electric Scooter: পাওয়ার কত গাড়িতে ?
ওকিনাওয়াতে রয়েছে একটি 3.6kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি ছাড়াও 3.8kW মোটর। স্পোর্টস মোডে সর্বোচ্চ গতি 90kmph ও ইকো মোডে 60kmph দেয় ওকিনাওয়া। Ola স্কুটার যদিও এর থেকে অনেক বেশি গতি দিয়ে থাকে। তবে রেঞ্জের পরিপ্রেক্ষিতে Okhi-90 160km রেঞ্জ দাবি করে। রেঞ্জের দিক থেকে এটি Ather থেকে ভাল হলেও Ola থেকে কম রেঞ্জ দেয়।Okinawa ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে। পুরোপুরি চার্জের জন্য 4 ঘণ্টার কাছাকাছি সময় নেয় এই ওকিনাওয়া।
Okinawa OKHI-90: 1.21 লক্ষ টাকা দাম হলেও FAME-II ভর্তুকির কারণে দিল্লিতে 1.03 লক্ষ টাকায় পাওয়া যাবে এই স্কুটার৷ এই দামের কারণে Ola S1 Pro বা Ather 450X-এর তুলনায় এই স্কুটার আরও প্রতিদ্ব্ন্দ্বী হয়ে ওঠে। রেঞ্জের দিকে তাকালে বর্তমান বৈদ্যুতিক স্কুটারগুলির পাশাপাশি ভাল বিকল্প হতে পারে Okinawa Okhi-90।