Ola Electric Share: ওলা নিয়ে ভাবিশের সঙ্গে টুইট যুদ্ধে কুণাল, পাল্টা জবাব দিলেন ওলার মালিক
Ola Electric CEO Bhavish Aggarwal vs Kunal Kamra: পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে , যে ব্যক্তিগত পর্যায়ে কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন দুজনে।
Kunal Kamra: ওলা ইলেকট্রিক স্কুটারের (Ola Electric Scooter) জমিয়ে রাখা ছবি নিয়ে বাকযুদ্ধ শুরু হল কোম্পানির মালিক ভাবিশ অগরওয়াল (Bhabish Aggarwal) ও কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে , যে ব্যক্তিগত পর্যায়ে কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন দুজনে।
কুণালের সঙ্গে ভাবিশের যুদ্ধ
OLA-র সিইও ভাবীশ আগরওয়াল এবং কৌতুক অভিনেতা কুণাল কামরার মধ্যে বাকযুদ্ধ নিয়ে উত্তপ্ত হল সোশ্যাল মিডিয়া। অতীতে দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না থাকলেও গ্রাহক সমস্যা নিয়ে কুণাল কামরার টুইট একেবারেই পছন্দ করেননি ভাবিশ । এই বিষয়ে কুণালকে পাক্কা জবাব দিয়েছেন তিনি। তারপর থেকেই দু’জনের মধ্যে টুইট যুদ্ধ চলছে। সোশ্যাল মিডিয়ায় গ্রাহকরা এই নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন।
কুনাল কামরা ওলা স্কুটারের ধুলো জড়ো করার একটি ছবি পোস্ট করেছেন
আসলে, কুণাল কামরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ছবি পোস্ট করেছেন। তাঁর টুইটে তিনি লিখেছেন, ভারতীয় গ্রাহকদের কি তাদের প্রশ্ন তোলার কোনও উপায় আছে। এটা তাদের করা উচিত, মানুষের প্রয়োজন টু-হুইলার। এ দিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে।
ওলা ইলেকট্রিক নিয়ে যদি কারো কোন সমস্যা থাকে, তাহলে এখানে আপনার অভিযোগ লিখুন। এই ছবিতে ওলার একটি শোরুম দেখা যাচ্ছে, যেখানে ধুলোয় ঢাকা অনেক স্কুটার পার্ক করা আছে। এই টুইটে তিনি নীতিন গড়করি এবং জাগো গ্রাহক জাগোকেও ট্যাগ করেছেন। মানুষ এভাবে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে পারবে কি-না সে প্রশ্নও করেন তিনি।
Bhabish Aggarwal: পাল্টা কমেডিয়ানকে জবাব দিয়েছেন ভাবিশ
এই টুইটটি ভবিশ অগ্রবালকে ক্ষুব্ধ করেছে। কুণালকে পাল্টা আক্রমণ করে তিনি লিখেছেন, আপনি যদি খুব বেশি চিন্তিত হন তবে আসুন এবং আমাদের সাহায্য করুন। এই পেইড টুইটের মাধ্যমে আপনি যা উপার্জন করেছেন তার থেকে আমি আপনাকে আরও বেশি অর্থ দেব। কুণাল কামরার কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন ভবিশ আগরওয়াল।
তিনি লিখেছেন, 'কৌতুক অভিনেতা হতে পারেননি, কিন্তু চৌধুরী হয়ে গেছেন।' স্পষ্টতই ভাবীশ আওগরওয়াল কুণাল কামরার প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনিও তাই করছেন। এর আগে তিনি লিখেছেন আপনি কি ব্যাথা পেয়েছেন, সার্ভিস সেন্টারে আসুন। এখানে অনেক কাজ আছে। আপনার ফ্লপ শো থেকেও বেশি টাকা দেব।
Best Stocks To Buy: নবরাত্রি উপলক্ষে এই চার স্টক দিতে পারে দুরন্ত রিটার্ন, বলছে ব্রোকারেজ ফার্ম