Pakistan Stock Market Crash: হঠাৎ 'বন্ধ' পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পোর্টাল, রেকর্ড ধসের পরে আরও বিপত্তি
Pakistan Stock Exchange Portal Crashed: পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট খুললেই চোখে পড়ছে মেসেজ 'উই উইল বি ব্যাক সুন। পিএসএক্স ওয়েবসাইট ইস আন্ডার মেনটেন্যান্স টিল ফার্দার নোটিশ।'

করাচি: শুক্রবার ২৫ এপ্রিল পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট ক্র্যাশ করে গিয়েছে। কোনও কাজ করা যাচ্ছে না। ওয়েবসাইট খুললেই লেখা দেখাচ্ছে 'উই উইল বি ব্যাক সুন'। এই নিয়ে দুদিন টানা ধস নেমেছে পাকিস্তানের বাজারে। গতকাল (Pakistan Stock Market Crash) ২৫০০ পয়েন্ট পড়ে গিয়েছিল করাচি স্টক এসচেঞ্জের সূচক। ভারত ও পাকিস্তানের (PSX Website Crashed) মধ্যে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই পতন দেখা যাচ্ছে। কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হাতে ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ৫ দফার প্রত্যাঘাত হেনেছে ভারত। এর প্রভাব পড়েছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে।
পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বন্ধ
পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট খুললেই চোখে পড়ছে মেসেজ 'উই উইল বি ব্যাক সুন। পিএসএক্স ওয়েবসাইট ইস আন্ডার মেনটেন্যান্স টিল ফার্দার নোটিশ।' অর্থাৎ এই ওয়েবসাইটে কিছু সমস্যার কারণে তা ঠিক করার কাজ চলছে। এই সময়ের মধ্যে কোনও কাজ করা যাবে না ওয়েবসাইটে।
পাকিস্তানের স্টক মার্কেটে ধস
এদিন বেঞ্চমার্ক সূচক KSE-100 ২.১২ শতাংশ পড়ে গিয়েছে, অর্থাৎ ২৪৮৫.৮৫ পয়েন্ট পড়ে তা নেমে এসেছে ১,১৪,৭৪০.২৯-এর স্তরে। গতকাল বৃহস্পতিবার বাজার খোলার মাত্র ৫ মিনিটের মধ্যেই এই বিপুল পতন নেমে আসে বাজারে। বুধবারেও পতন এসেছিল বাজারে। এদিন যখন পাকিস্তান স্টক এক্সচেঞ্জ খোলে সেই সময় আন্তর্জাতিক মানিটারি ফান্ড পাকিস্তানের জিডিপির পূর্বাভাসের পয়েন্ট কমিয়ে দিয়েছিল। চলতি বছরের জন্য তা ধার্য করেছিল ২.৬ শতাংশে। আর এতেই বিনিয়োগকারীদের বিশ্বাস ও ভরসা টলে যায়।

পাকিস্তানের জিডিপির পূর্বাভাসে হ্রাস
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পক্ষ থেকে পাকিস্তানের গ্রোথ রেটিংয়ের পূর্বাভাস ২.৬ শতাংশে নামিয়ে এনেছে। বৈশ্বিক অর্থনৈতিক আবহের দরুণ এই গ্রোথ রেটিং কমানো হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের প্রত্যাঘাতের পরে পাকিস্তানের শেয়ার বাজারে ধস নেমেছে। কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তানের অর্থনীতিতে চাপ
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে ভারতের তীব্র প্রতিক্রিয়া এবং যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিতের কারণে পাকিস্তানের অর্থনীতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির আবহ তৈরির জন্য পাকিস্তানের অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















