GST Notice: ৪০ লক্ষ টাকার লেনদেন, ফুচকা বিক্রেতার কাছে এল জিএসটি নোটিশ; চোখ কপালে নেটিজেনদের
Panipuri Seller : এই নোটিশে লেখা রয়েছে, রেজর পে এবং ফোনপের রিপোর্টের ভিত্তিতে পণ্য ও পরিষেবা বাইরে সরবরাহ করেছেন তিনি এবং তার জন্য ৪০ লক্ষ টাকার ইউপিআই পেমেন্ট পেয়েছেন।
Viral News: তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতা সম্প্রতি একটি জিএসটি নোটিশ পেয়েছেন। কারণ ২০২৩-২৪ অর্থবর্ষে তিনি ৪০ লক্ষ টাকার অনলাইন পেমেন্ট পেয়েছেন। আর এই নোটিশ মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে। তবে এই নোটিশ আদৌ সত্যি কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এই ভাইরাল হওয়া জিএসটি নোটিশে দেখা যাচ্ছে ১৭ ডিসেম্বর ২০২৪ এই নোটিশ জারি করা হয়েছে। তামিলনাড়ুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আইন ও সেন্ট্রাল জিএসটি আইনের ৭০ নং ধারার অধীনে এই ফুচকা বিক্রেতাকে জিএসটি নোটিশ পাঠানো হয়েছে যেখানে সেই বিক্রেতাকে নিজে উপস্থিত থেকে সমস্ত নথি জমা করতে বলা হয়েছে। আর তা এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।
কী লেখা রয়েছে নোটিশে
এই নোটিশে লেখা রয়েছে, 'রেজর পে এবং ফোনপের রিপোর্টের ভিত্তিতে আপনি পণ্য ও পরিষেবা বাইরে সরবরাহ করেছেন এবং তার জন্য ইউপিআই পেমেন্ট পেয়েছেন। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত পেমেন্ট পেয়েছেন আপনি। আর তাতে দেখা যাচ্ছে ৪০ লক্ষ টাকা আপনি ইউপিআইতে পেয়েছেন ২০২৩-২৪ অর্থবর্ষে'।
সমাজমাধ্যমে তুমুল চর্চা
এই জিএসটি নোটিশ সমাজমাধ্যমে ঝড় তুলেছে বলা চলে। এমনকী অনেকে এই নোটিশ দেখে এও ভেবেছেন যে এবার হয়ত তাদের কেরিয়ার বদলানোর সময় এসে গিয়েছে। এই নোটিশে বলা হয়েছে পণ্য পরিষেবার সরবরাহের ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন না করা, নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়া একটি অপরাধ। এই নোটিশ দেখে নানা ব্যক্তি নানা ধরনের মন্তব্য করছেন সমাজমাধ্যমে। তবে এবিপি লাইভ বাংলা এই ভাইরাল নোটিশের সত্যতা যাচাই করেনি।
এক্স হ্যান্ডলে একজন লিখেছেন, 'তিনি ৪০ লক্ষ টাকা পেয়েছেন, এই টাকা তাঁর আয় হতেও পারে আবার নাও পারে। এর থেকে আপনাকে কাঁচামালের খরচ বাদ দিতে হবে, মজুরি বাদ দিতে হবে, অন্য ফিক্সড চার্জ বাদ দিতে হবে...তারপরে এমন আয় বেরোবে যা তাঁর জীবন চালানোর জন্য যথেষ্ট'। আবার রেডিটে একজন এই নোটিশ নিয়ে লিখেছেন যে, তিনি যদি জিএসটি রেজিস্ট্রেশন করে নেন তাহলে ভাল হয়। একজন আবার এই ট্যাক্সকে বলেছেন, 'গোলগাপ্পা সেবপুরী ট্যাক্স'। রেডিটে এক নেটিজেন আবার স্পষ্ট লিখেছেন যে এই ধরনের ব্যবসায়ীদের থেকে কর আদায় করা উচিত যারা অনেক উপার্জন করেও কর ফাঁকি দেয় আর তাদের জন্য অন্যদের বেশি কর দিতে হয়।
আরও পড়ুন: Viral Video: নিজের গায়ে পেট্রোল ঢেলে প্রতিবাদ, হঠাৎ দাউদাউ জ্বলে উঠল আগুন; ভিডিয়ো দেখে শিউরে উঠবেন