Viral Video: নিজের গায়ে পেট্রোল ঢেলে প্রতিবাদ, হঠাৎ দাউদাউ জ্বলে উঠল আগুন; ভিডিয়ো দেখে শিউরে উঠবেন
Madhya Pradesh News: দুজন লোক নিজেদের গায়ে পেট্রোল ঢেলে নেন। কিন্তু তারপরেই ভিড়ের মধ্যে হঠাৎ করে কীভাবে দাউদাউ (Union Carbide Waste Protest) করে জ্বলে উঠল আগুন।
Madhya Pradesh News: সমাজমাধ্যমে একটি ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হচ্ছে। মধ্যপ্রদেশের পীতমপুরে ঘটেছে এই ঘটনা। এই ভিডিয়োতে দেখা গিয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় ইউনিয়ন কার্বাইডের বর্জ্যের বিরুদ্ধে কিছু মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ (Viral Video) জানাচ্ছিলেন। এই সময় দুজন লোক নিজেদের গায়ে পেট্রোল ঢেলে নেন। কিন্তু তারপরেই ভিড়ের মধ্যে হঠাৎ করে কীভাবে দাউদাউ (Union Carbide Waste Protest) করে জ্বলে উঠল আগুন। জীবন্ত অবস্থায় গায়ে আগুন ধরে যায় এই দুই ব্যক্তির। এই ভয়ানক ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
কীভাবে লাগল আগুন
বলা হচ্ছে এই মিছিলে সামিল বিক্ষোভকারীদের কারও নিজেদের পুড়িয়ে মারার বা আত্মহননের ইচ্ছা ছিল না। যখন তাদের মধ্যে দুজন নিজের গায়ে পেট্রোল ঢেলে নেন, তখন ভিড়ের মধ্যেই কেউ একজন একটা স্ফূলিঙ্গ জ্বালিয়ে (Viral Video) দেয়। আর তাতেই দুজনের গায়ে দাউদাউ করে আগুন ধরে যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে হঠাৎ আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে ছুটছেন সেই দুই ব্যক্তি। মাটিতে শুয়ে পড়েছেন একজন এবং অন্যান্যরা তাঁর জামা খুলে আগুন নিভিয়ে দিয়েছেন। আর একজন দৌড়ে গা থেকে জামা খুলে ফেলছেন। বর্তমানে পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।
আসল ঘটনা কী
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ইউনিয়ন কার্বাইড কমপ্লেক্সে সঞ্চিত রাসায়নিক বর্জ্য (Viral Video) পোড়ানোর বিরুদ্ধে পীতমপুরে বিক্ষোভ শুরু হয়। এর প্রতিবাদেই রাস্তায় নেমে কয়েকজন যুবক আত্মহননের চেষ্টা করে। এই সময় তাদের গায়ে আগুন ধরে যায় এবং দুজনকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিক্ষোভের কারণ কী
১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বর রাতে ভোপালের (Viral Video) ইউনিয়ন কার্বাইড কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে যেখানে হাজার হাজার মানুষ মারা যায়। এরপর থেকে কারখানাটি বন্ধ থাকায় এখানে শত শত টন রাসায়নিক বর্জ্য জমা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার বর্জ্য পোড়ানোর জন্য পীতমপুর ভিত্তিক রামকি ইন্ডাস্ট্রিজকে বেছে নিয়েছিল, এরপরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক বর্জ্য কন্টেনারে নিয়ে আসা হয় পীতমপুরে। আর এখানেই এই বর্জ্য পোড়ানো নিয়ে বিক্ষোভ শুরু হয়।