Patanjali News: FMCG সেক্টরেই সীমাবদ্ধ নয়, শিক্ষা, স্বাস্থ্য, জৈবিক কৃষির দুনিয়াতেও পা রেখেছে সংস্থা- দাবি পতঞ্জলির
Patanjali Ayurveda: পতঞ্জলি জানিয়েছে, 'সংস্থা ঘি, মধু, সাবান, শ্যাম্পুর মত সাশ্রয়ী মূল্যের রাসায়নিকমুক্ত পণ্য দিয়েই তাদের যাত্রা শুরু করেছিল।'

Patanjali Ayurveda: পতঞ্জলি সংস্থা মূলত এর আয়ুর্বেদিক এবং ভেষজ পণ্যের জন্যই বিখ্যাত। তবে পতঞ্জলি জানিয়েছে যে তারা আর কেবল এফএমসিজি সেক্টরেই সীমাবদ্ধ নেই। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, অর্থায়ন, জৈবিক কৃষির জগতেও পা রেখেছে এই সংস্থা। আর এই বৈচিত্র্য ও ডাইভারসিফিকেশনের মাধ্যমে ভারতীয় জীবনে একটা ঐতিহ্য গড়ে তোলার প্রয়াসে ব্রতী পতঞ্জলি যা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সমাধানে হাজির রয়েছে। স্বনির্ভর এবং সম্পূর্ণ দেশীয় পণ্যের উপর জোর দেওয়ার কারণে এই সংস্থার উপর লক্ষ লক্ষ মানুষ আস্থা অর্জন করেছে।
পতঞ্জলি জানিয়েছে, 'সংস্থা ঘি, মধু, সাবান, শ্যাম্পুর মত সাশ্রয়ী মূল্যের রাসায়নিকমুক্ত পণ্য দিয়েই তাদের যাত্রা শুরু করেছিল। এই পণ্যগুলি গ্রাহকদের কাছে আয়ুর্বেদের অন্যতম শক্তির পরিচয় বহন করে নিয়ে গিয়েছিল এবং ভারতীয় সংস্কৃতির প্রচার করেছিল। কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই সংস্থা। তারা আর্থিক পরিষেবার জগতেও প্রবেশ করে, ম্যাগমা জেনারেল ইনসিওরেন্সের স্টেক অধিগ্রহণ করে পতঞ্জলি। এছাড়াও তারা শিক্ষাক্ষেত্রে স্কুল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যা ভারতীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের মিশ্রণ প্রদান করে।'
স্বাস্থ্য পরিষেবার জগতে দৃষ্টান্তমূলক অবদান
পতঞ্জলি দাবি করেছে যে, 'স্বাস্থ্য পরিষেবার জগতে সংস্থার অবদান অনস্বীকার্য। এই সংস্থার ৩৪টি ওয়েলনেস সেন্টার যোগা, আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথিকে জোর দেয়। এই সেন্টারগুলিতে গ্রামীণ এলাকাতেও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়ে থাকে, তবে খুব কম আধুনিক ওষুধ দেওয়া হয়। এছাড়াও এই সংস্থা জৈবিক কৃষির প্রচারও করছে। পতঞ্জলি বায়ো রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং জৈবিক কৃষির জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে তাদের আয়ও বেড়েছে, তাদের জমির উর্বরতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
এফএমসিজির জগতে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য
পতঞ্জলি এও জানিয়েছে যে, 'এই সংস্থার সাফল্যের পিছনে সবথেকে বড় কারণ হল সংস্থার মজবুত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং পরিবেশগত সচেতনতা। এই সংস্থার লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে ভারতের শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থায় পরিণত হওয়া। হিন্দুস্তান ইউনিলিভারের মত বড় বড় সংস্থারর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে পতঞ্জলি। শুধু যে ব্যবসায়িক ক্ষেত্রেই উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটিয়েছে পতঞ্জলি, এমনটা নয়, এর সঙ্গে সামাজিক দায়িত্বও পালন করেছে এই সংস্থা। ক্ষুদ্র শিল্প ও কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভর ভারতের চিন্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পতঞ্জলি'।






















