Patanjali: পার্কিনসনের চিকিৎসায় নতুন আশার আলো, আন্তর্জাতিক গবেষণা জার্নালে স্থান পেল পতঞ্জলির আয়ুর্বেদের উপশম
Patanjali Ayurveda: আচার্য বালকৃষ্ণ বলেন, 'নিউরোগ্রিট গোল্ড আমাদের ঐতিহ্য আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের এক অনন্য মিশ্রণ। এই ওষুধ সারিয়ে তুলবে পার্কিনসন্স রোগ।

Patanjali Ayurveda: পতঞ্জলি আয়ুর্বেদ সম্প্রতি জানিয়েছে যে সংস্থার বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত একটি গবেষণা প্রকাশ পেয়েছে সি.এলিগ্যান্সের উপরে। এই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ নিউরোগ্রিট গোল্ড শুধু যে পার্কিনসনস রোগের কারণে স্মৃতিভ্রংশের উপশম এনে দেয় তাই নয়, আমাদের মস্তিষ্কের কোশের (Patanjali News) জীবনকালও বাড়িয়ে দেয় অনেকাংশে। যদিও এর দৈর্ঘ্য ও প্রজনন ক্ষমতার উপরে (Patanjali Ayurveda) কোনও প্রতিকূল প্রভাব পড়ে না। পতঞ্জলির দাবি এই অননুকরণীয় গবেষণাপত্রটি আন্তর্জাতিক উইলি প্রকাশনার গবেষণা জার্নাল, সিএনএস নিউরোসায়েন্স অ্যান্ড থেরাপিউটিক্স-এ প্রকাশিত হয়েছে।
পতঞ্জলি আয়ুর্বেদের চেয়ারম্যান আচার্য বালকৃষ্ণ বলেন, 'পার্কিনসন্স রোগে একজন ব্যক্তি কেবল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এমন নয়, বরং তাঁর সামাজিক বৃত্তও সংকুচিত হতে থাকে। কিন্তু এমন কোনও উপায় আছে কি যার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারেন ? এমনকী কোনও সাহায্য ছাড়াই তাদের দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে করতে পারেন ? এখন আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে হ্যাঁ এটা সম্ভব।
নিউরোগ্রিট গোল্ড – আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের এক আশ্চর্য অনন্য মিশ্রণ
আচার্য বালকৃষ্ণ বলেন, 'নিউরোগ্রিট গোল্ড আমাদের ঐতিহ্য আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের এক অনন্য মিশ্রণ। এই গবেষণা প্রমাণ করে যে যদি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়, তাহলে এই আধুনিক যুগের সমস্যা সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন যে নিউরোগ্রিট গোল্ড জ্যোতিষমতি এবং গিলয়ের মত প্রাকৃতিক ভেষজ থেকে তৈরি করা হয়। একাঙ্গবীর রস, মতি পিষ্টি, রজত ভস্ম, বসন্ত কুসুমকর রস, রসরাজ রাস ইত্যাদি যা মস্তিষ্কের রোগে উপকারি বলে বিবেচিত হয়।
পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিজ্ঞানী ড. অনুরাগ বর্ষণে বলেন, 'সি এলিগ্যান্সের উপরে এই উদ্ভাবনী পরীক্ষাটি করা হয়েছে যা প্রথমবারের মত কোনও আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে পরিচালিত হয়েছে। এবং এর ফলাফল কেবল বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্যই নয়, উত্তেজনাপূর্ণ নয়, বরং ভবিষ্যতে মানব স্বাস্থ্যের উপরে গভীর প্রভাব ফেলতে পারে।'
কী এই পার্কিনসনস ?
আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার এবং হরমোন। এটি আমাদের দেহের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সমস্ত চলাফেরা নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন কিছু কারণে এই ডোপামিন ঠিকঠাক কাজ করে না, দেহের ভারসাম্য নষ্ট হয় এবং সহজে করে ফেলা কাজও মস্তিষ্ক ভুলতে শুরু করে। এই অবস্থাকেই বলা হয় পার্কিনসন্স। পতঞ্জলি দাবি করে, 'নিউরোগ্রিট গোল্ড খেলে অক্সিডেটিভ স্ট্রেস কম হয় এবং জিনের এক্সপ্রেশন আরও ভাল হয়, পিঙ্ক ওয়ান ও পিডিআর ওয়ান যা মাইটোকন্ড্রিয়াল অটোফ্যাজিতে কাজে লাগে। ডোপামিন সংশ্লেষে ব্যবহৃত যে সিএটি ২ তারও যত্ন নেয় এই ওষুধ।
Disclaimer: The information provided in the article, including treatment suggestions shared by doctors, is intended for general informational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified healthcare provider with any questions you may have regarding a medical condition.






















