(Source: ECI/ABP News/ABP Majha)
Pay As You Drive: গাড়ি কম চালালে বিমা প্রিমিয়ামও পড়বে কম, জেনে নিন কাদের জন্য এই সুবিধা
Auto News: আপনার কাছে গাড়ি থাকলে অবশ্যই জেনে নিন এই বিষয়ে। আদতে এতে উপকৃত হবে আপনি।
Auto News: আপনার কাছে গাড়ি থাকলে অবশ্যই জেনে নিন এই বিষয়ে। আদতে এতে উপকৃত হবে আপনি। ভবিষ্যতে গাড়ির বিমা করাতে গেলে দিতে হবে না বেশি টাকা। জানুন কী এই Pay As You Drive নীতি।
Car Insuarance: আপনি যদি মাসে একবার বা তার কম সময় আপনার গাড়ি চালান, তাহলে তৃতীয় পক্ষের বিমা প্রয়োজন। গত কয়েক বছরে মোটর বিমা পলিসি গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হয়ে উঠেছে। এখন গাড়ির মালিকরা তাদের গাড়ির বিমায় কাটছাঁট করতে পারেন। পে অ্যাজ ইউ ড্রাইভ (Pay As You Drive) বিমা পলিসি দেবে আপনাকে সেই সুবিধা।
Pay As You Drive: পে অ্যাজ ইউ ড্রাইভ হল গাড়ির ক্ষতির জন্য 'থার্ড পার্টি পলিসি'। এতে থার্ড পার্টি প্রিমিয়াম নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয়। অন্যদিকে, নির্দিষ্ট সময়ে আপনি কত কিলোমিটার গাড়ি চালিয়েছেন তার উপর ভিত্তি করে নিজের ক্ষতির মূল্যায়ন করে কোম্পানি। সাধারণত বিমা কোম্পানি একে 'অ্যাড-অন কভার' বিমাকারীকে অফার করে।
Auto News: কীভাবে কোম্পানি দূরত্ব মাপে ?
এই ক্ষেত্রে দুই ধরনের Pay As You Drive পলিসি রয়েছে। একটি গাড়িটি কত কিলোমিটার চালালো হয়েছে তার উপর নির্ভর করে , অন্যটি কতদিন বিমা পলিসি সক্রিয় রয়েছে তার উপর নির্ভর করে পলিসি নির্ধারিত হয়। সাধারণত কিলোমিটার ভিত্তিক পলিসি হয় ২৫০০ কিলোমিটার। এর বিভিন্ন স্ল্যাব রয়েছে ৫০০০ কিমি, ৭৫০০ কিমি, ১০০০০ কিমি। এটি পরিমাপ করার জন্য বিমা সংস্থাগুলি গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস ইনস্টল করে বা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে। পে অ্যাজ ইউ ড্রাইভের নীতি হল, আপনি যদি কম গাড়ি চালান , তবে আপনাকে কম বিমা প্রিমিয়াম দিতে হবে। এর প্রিমিয়াম সাধারণ গাড়ির বিমার চেয়ে কম হয়। যারা কম গাড়ি চালান, তাদের জন্য এই বিমা পলিসি সেরা।
Car Insuarance: পে অ্যাজ ইউ ড্রাইভ পলিসি কাদের জন্য ভাল ?
১ যারা বাড়ি থেকে কাজ করেন তাদের জন্য এই নীতিটি ভাল।
২ যারা কোম্পানির পরিবহণ ব্যবহার করেন বা কখনও কখনও গাড়ি চালান।
৩ প্রবীণ নাগরিক বা অবসরপ্রাপ্ত যারা মাঝে মাঝে গাড়ি ব্যবহার করেন।
৪ যাদের গাড়ি বছরে ১০,০০০ কিলোমিটারের কম চলে।
৫ যারা ৩৫ মাইলের কম (প্রায় ৫৬.৫ কিমি) গাড়ি চালান।
আরও পড়ুন : Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়