Paytm-এ বড় খবর, ঘুরে দাঁড়াতে পারে শেয়ার ? সোমবার ঘটেছে এই ঘটনা
Stock Market: শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে এই শেয়ার। সোমবার কোম্পানির সঙ্গে হয়েছে এই আলোচনা ?
Stock Market: আশঙ্কার মাঝেই আশার আলো ? পেটিএম (Paytm) ঘিরে বড় খবর আসতে পারে শীঘ্রই। বাজার (Share Market) বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে এই শেয়ার। সোমবার কোম্পানির সঙ্গে হয়েছে এই আলোচনা।
সোমবারের পরই আশা দেখাচ্ছে স্টক
সূত্রের খবর, সোমবার 5 ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সঙ্গে আলোচনা করেছেন Paytm-এর প্রতিষ্ঠাতা-সিইও বিজয় শেখর শর্মা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর রিজার্ভ ব্যাঙ্কের কিছু নিষেধাজ্ঞা নিয়ে হয়েছে এই বৈঠক। সূত্রের উল্লেখ করে এই খবর জানিয়েছে রয়টার্স। মূলত, অনুমোদিত - Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL)-এর উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে হয়েছে এই আলোচনা।
পেটিএম ব্যাঙ্কের ওপর কী নিষেধাজ্ঞা
কেন্দ্রীয় ব্যাঙ্ক 30 জানুয়ারি পিপিবিএলকে মার্চ থেকে তার অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেটগুলিতে নতুন আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি না মেনে না চলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে Paytm-এর শেয়ারের পতন ঘটেই চলেছে।
নিষেধাজ্ঞার সময়সীমা বাড়বে ?
রয়টার্সের সূত্র বলছে, আরবিআই-এর সঙ্গে মূলত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর আর্ঝি জানিয়েছে পেটিএণ। 29 ফেব্রুয়ারির পরেও সময়সীমা বাড়ানোর জন্য কোম্পানির তরফে অনুরোধ করা হয়েছে। এছাড়াও পেটিএম ওয়ালেটগুলির জন্য লাইসেন্স ট্রান্সফারের বিষয়ে আরবিআইয়ের কাছে স্পষ্ট জানতে চেয়েছে সংস্থা। পাশাপাশি ব্যবসা ও Fastag ডিজিটাল হাইওয়ে টোল পেমেন্ট পরিষেবার ক্ষেত্রেও আলোচনা হয়েছে।
Paytm-এর শেয়ারে ৪৫ শতাংশ ক্ষতি
রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পর মাত্র তিনদিনেই ধস নেমেছে Paytm-এর শেয়ারে। আরও একটি সূত্র বলছে, আরবিআই আলোচনার পরও কোম্পানিকে সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি। ইতিমধ্যেই 5 ফেব্রুয়ারি পর্যন্ত Paytm শেয়ারহোল্ডারদের $2.5 বিলিয়ন ক্ষতি হয়েছে।
এবার মুখ খুলেছে পেটিএম
Paytm পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পদক্ষেপের পরে বাড়ছে সমস্যা। সংবাদ মাধ্যমে, বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, ব্যাঙ্কে অনেক নিষ্ক্রিয় কেওয়াইসি (KYC) অ্যাকাউন্টও পাওয়া গেছে। এসব বিষয়ে অর্থ পাচারের সন্দেহ বেড়েছে। সেই ক্ষেত্রে পেটিএমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তদন্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও Paytm রবিবার এই ধরনের সব রিপোর্ট অস্বীকার করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে, এই অভিযোগের কোনও সত্যতা নেই।
মিডিয়া রিপোর্ট নিয়ে কী বলছে Paytm ?
Paytm-এর মূল সংস্থা One97 Communications স্পষ্ট করে জানিয়েছে, এই সমস্ত মিডিয়া রিপোর্টগুলি ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হচ্ছে। এগুলিতে দেওয়া তথ্য সঠিক নয়। এই রিপোর্ট শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ওয়ান 97 কমিউনিকেশন এটা স্পষ্ট করতে চায় যে, Paytm বা Paytm পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে এই ধরনের কোনও গুজবে কান দেওয়া উচিত নয়।
Paytm নিয়ে চলছে গুজব ? টাকা পাচারের অভিযোগ ! এবার মুখ খুলল কোম্পানি