অবসরকালীন জীবনের জন্য সঞ্চয় নেই ? কী হতে পারে
HDFC লাইফের সাম্প্রতিক ক্যামপেন লাইফ কা আধা নেহি, পুরা মজা লো অর্থাৎ জীবনের অর্ধেক নয়, পূর্ণ আনন্দ নিন, আমাদেরকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছে।

আমাদের স্বপ্ন সাকার করতে দিনান্ত কঠোর পরিশ্রম করে থাকি আমরা - সে তালিকায় থাকে অনেককিছু, যেমন বিলাসবহুল ছুটি কাটানো, বাচ্চাদের জন্য সেরা পড়াশোনার সুযোগ-সুবিধা সহ অন্যান্য অনেককিছু। তবে, এই সব লক্ষ্যমাত্রা পূরণের জন্য কি সত্যিকারের প্রয়োজনীয় অন্যকিছুর উপর নজর দিতে পারছি না আমরা ? HDFC লাইফের সাম্প্রতিক ক্যামপেন লাইফ কা আধা নেহি, পুরা মজা লো অর্থাৎ জীবনের অর্ধেক নয়, পূর্ণ আনন্দ নিন, আমাদেরকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছে। আবেদন জানাচ্ছে, এই চিন্তা করতে, যে বেশি দেরি হয়ে যাওয়ার আগে অবসরকালীন সঞ্চয়ের ব্যাপারে ভাবনাচিন্তা করে ফেলতে হবে।
অবসর পরিকল্পনা উপেক্ষা করলে কী হবে
অনেক পেশাদারই এটা মনে করেন যে, অবসর হল দূরের কোনও গ্রহের মতো। এর ফলে পরিকল্পনাতেও দেরি হয়ে যেতে পারে। আর, অবসর পরিকল্পনা বিলম্বিত করার ফলে গুরুতর পরিণতি হয়ে যেতে পারে :
আর্থিক নির্ভরশীলতা - অবসরকালীন পরিকল্পনা ও তহবিল ছাড়া, আপনাকে আপনার খরচের জন্য পরিবারের উপর নির্ভর করতে হতে পারে।
জীবনযাত্রার সঙ্গে আপস - আপনাকে অবসরকালীন কার্যকলাপ, ভ্রমণ এবং এমনকি মৌলিক প্রয়োজনীয়তাও কমাতে হতে পারে আপনাকে।
স্বাস্থ্যক্ষেত্রের খরচ - যদি আপনার আর্থিক সুরক্ষা না থাকে, তাহলে ক্রমবর্ধমান চিকিৎসার খরচ আপনার সম্পূর্ণ সঞ্চয়কে গ্রাস করে নিতে পারে।
হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ - আপনার জীবনের সোনালি বছরগুলি অর্থের চিন্তায় ব্যয় না করে স্বপ্নপূরণের চিন্তায় কাটানো উচিত
HDFC লাইফের সাম্প্রতিক ক্যামপেন লাইফ কা আধা নেহি, পুরা মজা লো
। আর উপলব্ধি করুন, কেন অবসরকালীন পরিকল্পনা প্রয়োজনীয়।তাড়াতাড়ি শুরু করুন, নিরাপদ করুন আপনার ভবিষ্যৎ
অবসর পরিকল্পনা অতএব তা খুব জটিল, তা কিন্তু নয়। মোদ্দা কথা হল, তাড়াতাড়ি শুরু করতে হবে আর বিনিয়োগ ধারাবাহিক করতে হবে। HDFC Life Click 2 রিটায়ারের মাধ্যমে, আপনি :
- আপনার অবসর পরিকল্পনা মাত্র ₹ ২ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন।
- নিশ্চিত ভেস্টিং বেনিফিটের মাধ্যমে অবসরকালীন সুরক্ষা নিশ্চিত করুন ও বাজারের উপরের দিকে ওঠার সময় থেকে লাভ করুন।
যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন আপনি, তত বেশি আর্থিক স্বনির্ভর ও চাপমুক্ত এক অবসরকালীন জীবনযাপন করতে পারবেন। জীবনকে যখন পুরোপুরি উপভোগ করা যাবে, তখন অর্ধেকেই থেমে যাওয়া কেন ? আপনার অবসরকালীন পরিকল্পনা শুরু করুন আজই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
