Share market crash: 'রক্তাক্ত' দালাল স্ট্রিট, এই ৫ কারণে সূচক নামল ৩ শতাংশ
Stock Market Update: আশঙ্কাই সত্যি হল। সোমবার সপ্তাহের শুরুতেই ধস নামল শেয়ার বাজারে। একেবারে ৩ শতাংশ নেমে গেল সূচক। এই ৫ কারণে 'রক্তাক্ত' হল নিফটি, সেনসেক্স।
Stock Market Update: আশঙ্কাই সত্যি হল। সোমবার সপ্তাহের শুরুতেই ধস নামল শেয়ার বাজারে। একেবারে ৩ শতাংশ নেমে গেল সূচক। এই ৫ কারণে 'রক্তাক্ত' হল নিফটি, সেনসেক্স।
১ Share market crash: রাশিয়া-ইউক্রেন বর্ডার টেনশন
অশান্তি অব্যাহত ! রাশিয়া-ইউক্রেনের মধ্যে তৈরি হয়েছে সংঘাতের পরিস্থিত। শেষ পাওয়া খবর বলছে, ইতিমধ্যেই লাখ খানেক সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। একেবারে যুদ্ধের পথে নামতে চলেছে পুতিনের দেশ। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের অফুরন্ত ভাণ্ডার হওয়ায় রাশিয়ার এই পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। যার জেরে বাজার থেকে এখন দূরেই থাকতে চাইছে স্বল্প সময়ের বিনিয়োগকারীরা। যে কারণে আজ বাজারে ধস নামতে দেখে অনেকেই লগ্নি তুলে নেন।
২ Stock Market Update: তেলের দামে আগুন
বিশ্বে এই ভূ-রাজনৈতিক বা জিও পলিটিক্যাল সংকটের কারণে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিশ্ব বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছে ৯৫ ডলার। লগ্নিকারীদের আশঙ্কা, এই দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে বিশ্ব বাজারে সবথেকে বেশি বেড়েছে এই তেলের দাম। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের ওপর। কারণ ভারত বিশ্ব বাজার থেকেই অপরিশোধিত তেলের ৮০ শতাংশ আমদানি করে। সেই ক্ষেত্রে নতুন করে দেশে আর্থিক পরিকল্পনা নিতে বাধ্য হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আর্থিক নীতিতে সামান্য পরিবর্তন হলে আগামী দিনে বাজারে আরও প্রভাব পড়তে বাধ্য।
৩ Share market crash: আমেরিকায় মূল্যবৃদ্ধি ও সুদের হারে পরিবর্তন
১৯৮২ সালের পর এই প্রথম আমেরিকায় মূল্যবৃদ্ধি ছাড়িয়ে গেছে সব সীমা। বর্তমানে আমেরিকার কনজুমার প্রাইস ইনডেক্স (CPI) মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় সুদের হার বাড়ানোর কথা ভাবছে সরকার। সেই ক্ষেত্রে শেয়ার বাজারের মতো অস্থির মার্কেট থেকে টাকা সরিয়ে নিচ্ছেন অনেকেই। ভারতের মার্কেটে এমনিতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের(FII)রমরমা। কিন্তু দেশের বিভিন্ন ব্যাঙ্কে বেশি সুদ পাওয়ার কথা শুনে দালাল স্ট্রিট থেকে টাকা তুলে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। যার মাশুল চোকাতে হচ্ছে নিফটি,সেনসেক্সকে।
৪ Stock Market Update: বিশ্ব বাজারে ধসের প্রভাব
সোমবার সব এশিয়ার বাজারের সূচকই ছিল লাল রঙে। গত সপ্তাহে আমেরিকা ও ইউরোপিয়ান বাজারগুলি নেতিবাচক ফল করে। যার রেশ দেখা গিয়েছে এশিয়ার বাজারগুলিতে। বিশ্বায়নের ফলে এখন সব বাজারের সঙ্গেই সবার যোগাযোগ থাকায় এর ফল ভুগতে হয়েছে ভারতকে।
৫ ABG Shipyard Fraud Case: বড় দুর্নীতির জের ব্যাঙ্ক নিফটিতে
কদিন আগেই দেশের সবথেকে বড় ব্যাঙ্ক দুর্নীতির পর্দাফাঁস হয়েছে। যেখানে এবিজি শিপইয়ার্ড কোম্পানির ডিরেক্টর ও পরিচালন সমিতির বেশকিছু লোকের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির মামলা দায়ের করেছে CBI। মোট ২৮টি ব্যাঙ্ক থেকে এই দুর্নীতিতে কোম্পানি নিয়েছে ২২,৮৪২ কোটি টাকা। এই ব্যাঙ্কগুলির মধ্যে সামিল রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ছাড়াও ICICI, IDBI, Bank Of Baroda ছাড়াও বহু ব্যাঙ্ক। এই খবরের জেরে ব্যাঙ্কের শেয়ারগুলিতে এদিন ধস নামতে দেখা যায়। যার ফলে ব্যাঙ্ক নিফটি দিনের শেষে Nifty Bank-36,908.55-তে এসে দাঁড়ায়। ভয়াবহ 4.18% পতন দেখা যায় এই সূচকে।
দিনের শেষ সেনসেক্স ৫৬,৪০৫.৮৪ তে বন্ধ হয়। একেবারে ৩ শতাংশ নিচে নামে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। একই অবস্থা হয় নিফটি ৫০-র। ১৬৮৪২.৮০-তে বন্ধ হয় নিফটির সূচক। ৩.০৬ শতাংশ নিচে বন্ধ হয়েছে ইনডেক্স।