Share Market Update: ঘুরে দাঁড়িয়েও শেষবেলায় পতন, বুধে নতুন আতঙ্ক বাজারে ?
Share Market Update: শেষবেলায় রক্ষা হল না। ১৬৪০০ ছুঁয়েও ১৬,২৪০.০৫-এ থামল নিফটির দৌড়। মঙ্গলের মার্কেটে বিনিয়োগকারীরা টাকা ঢাললেও থেকে যাচ্ছে বুধের চিন্তা।
Share Market Update: শেষবেলায় রক্ষা হল না। ১৬৪০০ ছুঁয়েও ১৬,২৪০.০৫-এ থামল নিফটির দৌড়। মঙ্গলের মার্কেটে বিনিয়োগকারীরা টাকা ঢাললেও থেকে যাচ্ছে বুধের চিন্তা। দিনের ক্যান্ডেলস্টিক চার্ট বলছে, ইনভার্টেড হ্যামারে শেষ হয়েছে নিফটির সূচক।
Stock Market Update: কততে থামল নিফটি, সেনসেক্স ?
এদিন সকাল থেকেই সেভাবে ওঠানামা দেখা যায়নি নিফটি ও সেনসেক্সের সূচকে। প্রথম একঘণ্টা ২০ পয়েন্ট আপ-ডাউন হয়েছে নিফটি। খুব একটা বেশি পার্থক্য ছিল না সেনসেক্সেও। পরে অবশ্য বাজারে দম দেখায় বুলসরা। দুপুরে একটা সময় ১৬৪০০ পয়েন্টে উঠে যায় নিফটি। শেষে অবশ্য ৩৮ পয়েন্ট ডাউনে বন্ধ হয় নিফটি। সেনসেক্স বন্ধ হয় ৫৪,৩৬৪.৫৫-তে।
Share Market Update: কোথা থেকে ঘুরতে পারে বাজার ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। যার ফলে নিফটি ১৬,০০০-এর একটি মজবুত সাপোর্ট থাকলেও তা ভেঙে নিচে চলে যেতে পারে। কোনওভাবে বুধবার গ্যাপডাউন ওপেনিং হলে আরও ভয়াবহ অবস্থা হবে বাজারের। সেই ক্ষেত্রে ১৫,৮০০-র দিকে দৌড়বে নিফটি।
Stock Market Update: এদিন সকাল থেকেই মার্কেট গ্যাপ ডাউনে খোলার ভয় পাচ্ছিল বিনিয়োগকারীরা। যদিও সেইরকম বড়সড় কিছু দেখা যায়নি বাজারে। মার্কিন বাজারে ধসের কারণে এই আশঙ্কা করছিল বাজার।গতকাল আ্মেরিকার শেয়ার বাজারে 2021 সালের মার্চের শেষের মতো অবস্থা হয়েছে S&P 500-এর। এই প্রথমবার 4,000-এর নিচে থেমেছে সূচক। মেগা-ক্যাপিটাল গ্রোথ শেয়ারে বিক্রির ফলে সোমবার Nasdaq 4%-এর বেশি কমেছে। বিনিয়োগকারীরা ক্রমবর্ধমান সুদের হার নিয়ে চিন্তায় থাকায় বাজারে বিক্রি জারি রয়েছে। 2020 সালের নভেম্বরের পর থেকে Nasdaq তার সর্বনিম্ন স্তরে বন্ধ হয়েছে। Apple শেয়ার 3.3% কমেছে Microsoft Corp 3.7% ও Tesla Inc 9.1% কমেছে। এদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 653.67 পয়েন্ট বা 1.99% কমেছে। মার্কিন বাজারের এই হার এশিয়ার বাজারেও দেখা যাচ্ছে।
Asian Markets update: এশিয়ান মার্কেটেও পতন
এদিন সকালে এশিয়ান শেয়ার মার্কেট প্রায় দুই বছরের মধ্যে তাদের সর্বনিম্ন স্থানে নেমে এসেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের MSCI-এর ব্রডার ইনডেক্স 0.8% কমে যায়। টানা সাত দিন পতন হয়েছে সূচকে। এই বছর এ পর্যন্ত 17% পর্যন্ত হ্রাস পেয়েছে এই সূচক। এশিয়া জুড়ে বাজারে এই নেতিবাচক প্রভাব জারি রয়েছে। Nikkei 0.9% কমেছে, অস্ট্রেলিয়ান শেয়ার 2.5% হ্রাস পেয়েছে। সেখানে কোরিয়ান স্টক 2% কমায় ভারতের বাজারও আজ গ্যাপ ডাউনে খুলবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : Government Schemes: ৭ বছরে কোটি-কোটি দেশবাসী নিয়েছে এই সুবিধা, সরকার দিয়েছে 11,522 কোটি