Personal Loan: ঘরে বসেই মিলবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন, এই সংস্থা দিচ্ছে বড় সুযোগ
Mobikwik Personal Loan: এই পার্টনারশিপের মাধ্যমে সমস্ত মোবিকুইক অ্যাপ ব্যবহারকারীরা সারা ভারত জুড়ে ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নেওয়ার সুবিধে পাবেন।

Mobikwik Loan: মোবিকুইক অর্থাৎ ওয়ান মোবিকুইক সিস্টেমস লিমিটেড সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে যে তারা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠান পুনাওয়ালা ফিনকর্পের সঙ্গে যৌথভাবে কাজ করবে এবং এর মাধ্যমে গ্রাহকদের ইনস্ট্যান্ট পার্সোনাল লোন (Instant Personal Loan) দেওয়ার কাজ করবে। সাইরাস পুনাওয়ালা গ্রুপ (Personal Loan) এই পুনাওয়ালা ফিনকর্প পরিচালনা করে থাকে। এই কোলাবরেশনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয় গ্রাহকদের জন্য মোবিকুইকের ইএমআই (Mobikwik) প্রক্রিয়ার সুবিধে-তে বড় অঙ্কের পার্সোনাল লোন নেওয়া সহজতর হবে।
এই পার্টনারশিপের মাধ্যমে সমস্ত মোবিকুইক অ্যাপ ব্যবহারকারীরা সারা ভারত জুড়ে ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নেওয়ার সুবিধে পাবেন। তাও আবার এই লোন পরিশোধের জন্য তারা পাবেন জিপ ইএমআইয়ের সুবিধে। এই ধরনের ঋণ অনেক কাজেই লাগতে পারে, শিক্ষা, চিকিৎসার খরচ, ভ্রমণ এবং অন্য আরও খরচের জন্য এই পার্সোনাল লোন নিতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে ঋণ শোধের জন্যও নিয়মে বেশ কিছু নমনীয়তা রয়েছে। গ্রাহকরা চাইলে এই ঋণ শোধ করতে পারেন ৬ মাস থেকে ৩৬ মাসের মধ্যে।
এক্ষেত্রে ঋণ মঞ্জুর হতে খুব কম সময় লাগে এবং খুব কম নথি প্রয়োজন হয়। দিনের যে কোনও সময় এই ঋণ পাওয়া যেতে পারে। আর এই কারণেই মোবিকুইক গ্রাহকদের অনেক সহজে এবং দ্রুত ঋণ নেওয়ার সুবিধে দিয়ে থাকে। আর এর মাধ্যমে একইসঙ্গে গ্রাহকদের ক্রেডিট স্কোর বাড়ানোর কথাও ভাবা হয়েছে সংস্থার তরফে। সময়ে সময়ে ঋণ শোধ দেওয়ার মাধ্যমে ঋণগ্রহীতারা তাদের ক্রেডিট হিস্ট্রি উন্নত করতে পারেন এবং আগামী দিনে আরও বড় অঙ্কের ঋণ পেতে সুবিধে হবে তাদের।
মোবিকুইকের ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে পুনাওয়ালা ফিনকর্প চাইছে যাতে টায়ার ১, টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলিতে আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। মোবিকুইকের অ্যাপের মাধ্যমে বিভিন্ন আয়ের স্তরের মানুষকে এই ঋণ দেওয়া হবে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















