Petrol Diesel Price Today:লিটারে ২৫ পয়সা, ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৫ পয়সা করে।কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০১ টাকা ৮৭ পয়সা। ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৭ পয়সা লিটার।
কলকাতা: পুজোর মুখে ফের জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৫ পয়সা করে।কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০১ টাকা ৮৭ পয়সা। ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৭ পয়সা লিটার। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। তবে আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এখন ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার ছুঁইছুঁই।
সারা দেশে ডিজেলের দাম লিটারে ২৪ থেকে ২৭ পয়সা বেড়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২১ পয়সা। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ১০৭.৪৭ টাকা। ডিজেলের দামও প্রতি লিটারে ২৭ পয়সা বেড়ে হয়েছে ৯৭.২১ টাকা। দিল্লিতেও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে প্রতি লিটারে ২০ ও ২৫ পয়সা। রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ১০১.৩৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.৫৭ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা বেড়ে হয়েছে ৯৯.১৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪.১৭ টাকা।
RBL Bank Penalized: নিয়ম না মানায় RBL Bank-কে ২ কোটি টাকা জরিমানা করল RBI
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত তিন বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি বলে জানা গেছে। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।করোনা টিকাকরণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে অপরিশোধিত তেলের চাহিদা বাড়ছে। অন্যদিকে, ওপেক জোট উৎপাদন সংক্রান্ত বিধিনিষেধ ধীর গতিতে শিথিল করছে। ফলে বাজারে যোগান স্বাভাবিক হয়নি। এজন্য অপরিশোধিত তেলের দাম বেড়েছে।