RBL Bank Penalized: নিয়ম না মানায় RBL Bank-কে ২ কোটি টাকা জরিমানা করল RBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নিয়ম না মানার কারণে RBL Bank-কে ২ কোটি টাকা জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই-এর তরফে জানানো হয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের লেনদেনে এর ওপর কোনও প্রভাব পড়বে না।
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নিয়ম না মানার কারণে RBL Bank-কে ২ কোটি টাকা জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের গ্রাহকদের লেনদেনে এর ওপর কোনও প্রভাব পড়বে না।তাঁরা এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের জমা অর্থের ওপর সুদের (Interest Rate on Deposits) Directions, 2016 আইনের 28 (h) ধারা না মানার কারণে ব্যাঙ্কের ওপর এই জরিমানা ধার্য করা হয়েছে। RBI আরও জানিয়েছে, Banking Regulation Act, 1949-এর নিয়ম মানেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, বলা সত্ত্বেও আইনের ধারা 10 A (2) (b) এর বিধান মানেনি RBL Bank। নিয়ম অগ্রাহ্য করে কাজ চালিয়ে গেছে তারা। সেই কারণেই জরিমানার পথে হাঁটতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে।
এখানেই শেষ হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য। এদিন বিবৃতিতে RBI জানিয়েছে, কেন RBL Bank-কে জরিমানা করা উচিত নয়, সেই বিষয়ে শোকজ নোটিস জারি করা হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। যদিও সেই শোকজের জবাবে পার্সোনাল হিয়ারিংয়ের সময় মৌখিক উত্তর দেওয়া হয় ব্যাঙ্কের তরফে। পরবর্তীকালে RBL ব্যাঙ্কের জবাবে সন্তুষ্ট হয়নি রিজার্ভ ব্যাঙ্ক। তাই শেষমেশ জরিমানার সিদ্ধান্তেই অনড় থাকে RBI।
আরও পড়ুন : Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়
আরও পড়ুন : iQoo Z5 Update: ২৪,০০০ টাকায় Snapdragon 778G চিপসেট ১২০ হার্টজের ডিসপ্লে, iQOO Z5 এল ভারতে
আরও পড়ুন : Realme Narzo 50 Launched: ৬০০০-এর ব্যাটারি-ত্রিপল রেয়ার ক্যামেরা, ভারতে এল Realme Narzo 50A, Narzo 50i