Petrol Diesel Price: ভোটের আগে জ্বালানির দরে বড় বদল, আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ?
Petrol Diesel Price Today: আজ কলকাতা-সহ সারা দেশে কত দামে পেট্রোল-ডিজেল কিনতে পারবেন ? দেখুন একনজরে..
কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) আগে জ্বালানির দরে বড় বদল। মোদি সরকার পেট্রোল ও ডিজেলে ২ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার দরুণ পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে কমেছে। একুশ সালে বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে ১০০ নিচে জ্বালানির দর নেমেছিল। দর নেমেছিল আচমকাই ৫ রাজ্যের ভোটের আগেও। তারপর ২০২২ সালের পর, ফের চব্বিশে বড় বদল ধরা পড়েছে। পেট্রোলের নতুন রেট আজ সকাল ৬ টা থেকেই প্রযোজ্য হবে।
আজ আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দর কত ?
দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দর ৯৪ টাকা ৭২ পয়সা। পাশাপাশি অন্যান্য ৩ মহানগর মুম্বাই, কলকাতা, চেন্নাইয়ে এদিন পেট্রোলের দর যথাক্রমে ১০৪ টাকা ২১ পয়সা , ১০৩ টাকা ৯৪ পয়সা এবং ১০০ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ ২ টাকা ১০ পয়সা, ২ টাকা ৯ পয়সা এবং ১ টাকা ৮৮ পয়সা প্রতি লিটারে দাম কমেছে। অপরদিকে, শুক্রবার দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইয়ে ডিজেলের দর যথাক্রমে ৮৭ টাকা ৬২ পয়সা, ৯২ টাকা ১৫ পয়সা, ৯০ টাকা ৭৬ পয়সা এবং ৯২ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ প্রতি লিটার প্রতি ডিজেলে ২টাকা, ২টাকা ১২ পয়সা, ২ টাকা এবং ১ টাকা ৯০ পয়সা কমে গিয়েছে।
Oil Marketing Companies (OMCs) have informed that they have revised Petrol and Diesel Prices across the country. New prices would be effective from 15th March 2024, 06:00 AM.
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) March 14, 2024
Reduction in petrol and diesel prices will boost consumer spending and reduce operating costs for over… pic.twitter.com/FlUSdtg2Vi
আরও পড়ুন, 'প্রার্থনা করি, মমতা দিদি দ্রুত সুস্থ হয়ে উঠুন', মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর
কীভাবে ঘরে বসে পেট্রোল ও ডিজেলের দাম দেখবেন আপনার মোবাইলে ?
উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।