Petrol Diesel Price: রামমন্দিরের উদ্বোধনের দিনেও নড়চড় নেই দামে, শহরে কত হল পেট্রোল-ডিজেলের দাম ?
Fuel Price in India: বেশ কয়েকদিন ধরেই দামে হেরফের নেই জ্বালানি তেলের। আজ কলকাতায় লিটার প্রতি কত হল পেট্রোল-ডিজেল ?
Fuel Price: দামে এখনও কোনও হেরফের নেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন নেই। অপরিশোধিত তেল এখন প্রায় ৭৮.৫৬ ডলার দাম, আর সেই প্রেক্ষিতে কোনও প্রভাব পড়েনি কলকাতা ও ভারতের অন্যান্য শহরের পেট্রোল-ডিজেলের দামে। প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন দর প্রকাশিত হয়। রামমন্দিরের উদ্বোধনের দিন ২২ জানুয়ারি পেট্রোল-ডিজেলের দর কত হল ?
আজ কলকাতায় কত দাম পেট্রোলের ?
কলকাতায় পেট্রোলের দাম আজ ১০৬.০৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম (Petrol Diesel Price) ৯২.৭৬ টাকা প্রতি লিটার। বেশ কিছুদিন ধরেই কলকাতায় দামে কোনও পরিবর্তন হয়নি৷ ৬ জুলাই থেকে টানা ৬ মাস ধরে কলকাতায় এই হার অপরিবর্তিত রয়েছে৷
অন্য শহরে কত দাম জ্বালানি তেলের ?
- দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
- মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
- লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬ টাকা।
- নয়ডাতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৮৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
- বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
- হায়দ্রাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.৮২ টাকা।
- জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮.৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম জানুন
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) সম্পর্কে জানতে পারবেন।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price) এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও প্রায় ১০০ টাকার কাছে ঘোরাফেরা করছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।
আরও পড়ুন: Ram Mandir Inauguration: রাম মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত, আপনার কাছে আছে এই' পাঁচ শেয়ার ?