(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Rates: একই জায়গায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেল দর! পুজোর মুখে বাড়বে না কি কমবে?
Fuel Price: দেশের কিছু শহরে আজ বদলে গিয়েছে পেট্রোল-ডিজেলের মূল্য। জেনে নিন, কলকাতায় কত হল জ্বালানির মূল্য (Kolkata Petrol Price)
কলকাতা: প্রতিদিনই বদল ঘটে পেট্রোল-ডিজেলের দামে (Petrol Price)। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামার উপরেই নির্ভর করে দেশের বাজারে তেলের দাম। দেশের এক একটি রাজ্যে এক একরকম দাম হয় জ্বালানি। ভ্যাট, স্থানীয় কর, পরিবহন মূল্য এবং আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে এটি। বুধবারও মোটের উপর একই রকম দাম রয়েছে পেট্রোল-ডিজেলের (Diesel price)। সামান্য হেরফের হয়েছে কোনও কোনও শহরে। সকাল ৬টায় জ্বালানির (Fuel Price) নতুন দাম প্রকাশ করেছে তেল কোম্পানিগুলো।
আজ চার মহানগরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
নয়াদিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকা
মুম্বইতে পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকা
কলকাতায় পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকা
চেন্নাইতে পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা প্রতি লিটার
পেট্রোল এবং ডিজেলের দামে বদল:
ছত্তীসগঢ়ে পেট্রোলের দাম লিটারে ৬০ পয়সা বেড়েছে, ডিজেল বেড়েছে ৫৯ পয়সা। বেশ কিছু রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে, পঞ্জাব, গোয়া, জম্মু-কাশ্মীর এবং কেরলে দাম বেড়েছে জ্বালানির। দাম কমেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে পেট্রোল কমেছে লিটারে ৩০ পয়সা, ডিজেল কমেছে লিটারে ২৮ পয়সা।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম স্থির করে তেলের সংস্থাগুলি যেমন ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম। এরা প্রতিদিন সকালে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। বিশ্ববাজারে (International Market) অপরিশোধিত তেলের (Crude Oil) দামের সঙ্গে তাল মিলিয়ে এই দাম ঠিক করা হয়।
নিজে থেকেও পেট্রোল-ডিজেলের দৈনিক দাম জানা যায়। Indian Oil-এর -এর গ্রাহকরা <9224992249> এই নম্বরে RSP এবং সিটি কোড লিখে মেসেজ লিখলেই হবে। BPCL-এর গ্রাহকরা <9223112222> এই নম্বরে RSP এবং সিটি কোড লিখে মেসেজ লিখলেই হবে। HPCL-এর গ্রাহকদের জন্য ওই নম্বরটি <9222201122>
Fuel Price Hike: সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।
আরও পড়ুন: BMW iX1 এবং Kia EV6-এর মতো বিলাসবহুল SUV-এর তুলনা দেখুন, আপনার জন্য কোনটি ভাল তা জানুন।