Dilip Ghosh: 'আপনি লালন-পালন করছেন', বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত প্রসঙ্গে মমতাকে নিশানা দিলীপের
Bangladesh News: মঙ্গলে বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, বুধে তার জবাব দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একাধিক জঙ্গি গ্রেফতার ও তাদের বাংলা-যোগ নিয়ে তরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী ও সওকত মোল্লার। জঙ্গিকে আশ্রয় দেওয়ার । অপরাধে সওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর। জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতাদেরই আছে, পাল্টা জবাব সওকতের। 'আপনি লালন-পালন করছেন', বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত প্রসঙ্গে মমতাকে নিশানা দিলীপের।
একের পর এক বিস্ফোরক সব তথ্য় উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, খবর গোয়েন্দা সূত্রে। IED বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, একসময়ে প্রায় ৯ মাস ছিল করাচিতে। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনে অভিযুক্ত জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি , শ্রীনগরের চানপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়েদার থেকে।