Share Market Update: শেয়ার পিছু ৪৯০ টাকা ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানি, এখন কিনলে লাভ না ক্ষতি ?
Stock Market Update: শেয়ার পিছু ৪৯০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি।ডিভিডেন্টের লোভে এখন শেয়ার কিনে লাভ না ক্ষতি ?
Stock Market Update: বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর। শেয়ার পিছু ৪৯০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি। বার্ষিক এই ডিভিডেন্ডে মধ্যেই রয়েছে বিশেষ লভ্যাংশ। ডিভিডেন্ডের লোভে এখন শেয়ার কিনে লাভ না ক্ষতি ? কী বলছেন বাজার বিশেষজ্ঞরা।
Divident Stocks: সম্প্রতি প্রতি স্টকে এই বিশাল অঙ্কের লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধের কোম্পানি Sanofi India। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ৪৯০ টাকার মধ্যে ১৮১ টাকা ফাইনাল ডিভিডেন্ড ছাড়াও ৩০৯ টাকা বিশে, লভ্যাংশ হিসাবে দেওয়া হবে শেয়ার হোল্ডারদের।
Share Market Update: মূলত, কোনও কোম্পানির বিনিয়োগকারীদের খুশি করতে লভ্যাংশের একটা অংশ দিয়ে থাকে সংশ্লিষ্ট সংস্থা। সেই ক্ষেত্রে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় কত শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ক্ষেত্রে কোম্পানির পরিচালন পর্ষদই ডিভিডেন্ডের সিদ্ধান্ত নিয়ে থাকে।
Dividend Stocks: এখন কি Sanofi India নেওয়া উচিত ?
স্টকের বিষয়ে ইতিমধ্যেই লক্ষ্য দিয়ে রেখেছে ICICI সিকিউরিটিজ। ব্রোকিং সংস্থার ধারণা, 8107 টাকার টার্গেট মূল্যের সাথে সানোফি ইন্ডিয়ার 'অ্যাড' কল করা উচিত বিনিয়োগকারীদের।সানোফি ইন্ডিয়া লিমিটেডের বর্তমান বাজার মূল্য 7170 টাকা। বাজার বিশ্লেষকের মতে, এক বছরের মধ্যে সানোফি ইন্ডিয়া লিমিটেডের দাম নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারে।
1956 সালে ফার্মাসিউটিক্যালস সেক্টরে কাজ শুরু করে সানোফি ইন্ডিয়া লিমিটেড। এই মিড ক্যাপ কোম্পানির ( মার্কেট ক্যাপ 16790.24 কোটি টাকা)। এই কোম্পানির অনেক বৈচিত্র্যময় বিশ্বব্যাপী স্বাস্থ্যপরিষেবা রয়েছে। মানুষের স্বাস্থ্যের চাহিদা পূরণ করে এমন পণ্যই তৈরি করে সানোফি ইন্ডিয়া। তাদের কাছে প্রেসক্রিপশনের ওষুধ ও ভ্যাকসিনের পাশাপাশি উপভোক্তা স্বাস্থ্য পণ্যগুলির বিস্তৃত সম্ভার রয়েছে।
আরও পড়ুন : Investment Tips: মেটা-টেসলার মতো আমেরিকার স্টকে বিনিয়োগ করতে চান ? এই পথে মিলবে সমাধান