PM Kisan Yojana: কিষাণ যোজনায় ৬ হাজারের বদলে মিলবে ৯ হাজার টাকা ! কারা পাবেন সুবিধে ?
PM Kisan Yojana Update: এই কিষাণ যোজনায় নাম নথিভুক্ত কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে সরকার। এতদিন পর্যন্ত এই যোজনায় মোট ১৯টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা।

PM Kisan Yojana Update: ভারত একটি কৃষিপ্রধান দেশ। দেশের ৫০ শতাংশ মানুষ আজও কৃষিকাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন। ভারত সরকারও কৃষকদের জন্য নানারকম সুবিধে দিয়ে থাকে। নানা সময় কৃষকদের কথা মাথায় রেখে আলাদা আলাদা প্রকল্প চালু করা হয় দেশে। তেমনি একটি প্রকল্প হল কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। চাষাবাদ করে খুব বেশি মুনাফা হয় না কৃষকদের, আর তাই ভারত সরকার তাদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০১৮ সালে শুরু হয়েছিল এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা।
এই কিষাণ যোজনায় নাম নথিভুক্ত কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে সরকার। এতদিন পর্যন্ত এই যোজনায় মোট ১৯টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। বছরে মোট ৩ বার ২ হাজার টাকা করে কিস্তি পান কৃষকরা। এই প্রকল্প নিয়ে একটি বড় আপডেট প্রকাশ্যে এসেছে এবার। আগামী দিনে এই প্রকল্পের অধীনে কৃষকরা ৬ হাজার টাকার বদলে বছরে ৯ হাজার টাকা করে ভাতা পেতে পারেন। এই পরিকল্পনাই করতে চলেছে কেন্দ্র সরকার।
দিল্লিতে কৃষকদের সুখবর
দিল্লির মসনদে আম আদমি পার্টির বদলে এবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ২৭ বছর পরে আম আদমি পার্টিকে হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। আর তারপর থেকেই দিল্লির মানুষদের জন্য আরও সুবিধে দেওয়া শুরু হয়েছে। জাহান ফ্রি হেলথ স্কিমের সুবিধে পাবেন দিল্লির মানুষরা। প্রতি মাসে দিল্লির মহিলারা পাবেন আড়াই হাজার টাকা করে বৃত্তি। আর একইসঙ্গে দিল্লির কৃষকদের সুবিধে দিচ্ছে সরকার। বাজেট সেশনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই আশ্বাস দিয়েছেন।
এখানেই তিনি জানান যে দিল্লির কৃষকরা এবার থেকে পিএম কিষাণ যোজনার অধীনে ৬ হাজার টাকার বদলে বছরে ৯ হাজার টাকা করে পাবেন। তবে ঠিক কবে থেকে এই বদল আসবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।
রাজস্থানেও কৃষকরা পান ৬ হাজার টাকার বেশি
শুধু দিল্লিতেই নয়, রাজস্থানেও কৃষকরা এই প্রকল্পের অধীনে ৬ হাজার টাকার বেশি আর্থিক সহায়তা পান বছরে। দিল্লি সরকার কৃষকদের ৯ হাজার টাকা করে সহায়তা দেওয়া শুরু করলে দেশের প্রথম এই স্কিমের অধীনে প্রথম স্থানে উঠে আসবে দিল্লির নাম। তবে রাজস্থানে এখনও প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকদের বছরে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।























