Finance Bill: সংসদে পাশ হল নয়া অর্থ বিল, এসেছে ৩৫টি বদল; করদাতারা আরও সুবিধে পাবেন ?
New Finance Bill Passed: নির্মলা সীতারামন জানিয়েছেন যে, এবার থেকে করদাতারা তাদের বছরে ১২ লাখ টাকা আয় পর্যন্ত কর ছাড় পাবেন। গত কয়েক বছরে ব্যক্তিগত আয়কর সংগ্রহের হার ২০ শতাংশ হারে বেড়ে গিয়েছে।

নয়াদিল্লি: গতকাল মঙ্গলবার সংসদে পাশ হয়ে গেল নতুন অর্থ বিল ২০২৫। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এই নয়া অর্থ বিলকে করদাতাদের ক্ষেত্রে সুবিধেজনক বলে দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত আয়কর সংগ্রহে ১৩.১৪ শতাংশ বৃদ্ধির ফলে বেস কিছু তথ্যের উপর ভিত্তি করে এই বিল পাশ করা হয়েছে যা বাস্তবসম্মত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় (Finance Bill 2025) এই অর্থ বিল ২০২৫-এর আলোচনা করার সময় জানিয়েছিলেন, কর কাঠামো যুক্তিসঙ্গত করার জন্য বাজেটে ঘোষিত পদক্ষেপগুলি উৎপাদন ইউনিট এবং দেশীয় মূল্য সংযোজনকে সমর্থন করবে।
এর পাশাপাশি নির্মলা সীতারামন আরও জানান যে এবার থেকে দেশে রফতানির পরিমাণ বাড়ানো হবে, বাণিজ্য আরও সহজতর করা হবে এবং তা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তাতে আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছেন। আর তিনি এও জানিয়েছেন যে এই ঘোষণার মাধ্যমে আগামী অর্থবর্ষে প্রায় ১ লক্ষ কোটি টাকার কর মকুব করা হবে।
এই অর্থ বিলে কী কী বদল এসেছে
১. বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি এবং মোবাইল ফোনের যন্ত্রাংশের উপর থেকে আমদানি কর বাতিল করা হয়েছে। এখন বৈদ্যুতিন গাড়ির ব্যাটারির ৩৫টি যন্ত্রাংশ এবং মোবাইল ফোনের ব্যাটারির ২৮টি যন্ত্রাংশ সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে।
২. আয়কর রিটার্নের ১৪৩ (১) ধারায় নয়া নিয়ম চালু করা হয়েছে। আয়কর বিভাগ এখন থেকে গত বছরের জমা করা আয়কর রিটার্নে ভুল সংশোধন করবে এবং আগামী রিটার্নে এগুলি সংশোধিত হবে।
৩. ১ এপ্রিল ২০২৫ থেকে অনলাইন বিজ্ঞাপনের উপরে ৬ শতাংশ ডিজিটাল ট্যাক্স বাতিল করা হবে।
প্রয়োজনীয় সংশোধনী
নির্মলা সীতারামন জানিয়েছেন যে, এবার থেকে করদাতারা তাদের বছরে ১২ লাখ টাকা আয় পর্যন্ত কর ছাড় পাবেন। গত কয়েক বছরে ব্যক্তিগত আয়কর সংগ্রহের হার ২০ শতাংশ হারে বেড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে অনুমান করা হয়েছে ব্যক্তিগত আয়কর সংগ্রহ হবে ১৩.৬ লক্ষ কোটি টাকা। আর চলতি অর্থবর্ষের জন্য আয়কর সংগ্রহের পরিমাণ হতে পারে ১২.২ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে ১১ হাজার ১৬২ জন করদাতা তাদের রিটার্ন সংশোধন করে বৈদেশিক সম্পদের ফর্ম পূরণ করে ১১ হাজার ২৫৯ কোটি টাকার সম্পদের ঘোষণা করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
