PM Modi on Stock Market: সংসদে বিনিয়োগ টিপস মোদির! শুক্রবার কী দেখল শেয়ার বাজার?
Share Market: কোন কোন সংস্থার শেয়ারে বিনিয়োগ বলে দিলেন মোদি। আজ কী হল স্টক মার্কেটে?
নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর মুখে বিনিয়োগ-মন্ত্র। বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগের টিপসও দিলেন প্রধানমন্ত্রী। কোন সংস্থার শেয়ারে (Share Tips) বিনিয়োগ করলে ভাল রিটার্ন মিলবে সেটাই বলতে শোনা যায় মোদিকে।
সরকারি সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে আখেরে লাভ হবে বলে মন্তব্য করেন মোদি। LIC, HAL-এর PSU-গুলিতে বিনিয়োগ করলে লাভ মিলবে বলেই জানান তিনি। LIC-কে শেয়ার বাজারে তালিকভুক্ত করা নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করেছিলেন বিরোধীরা। সেই প্রসঙ্গ সেদিন তুলে আনেন মোদি। তিনি বলেন, 'ওরা অনেক কথা বলেছিল, বলেছিল যে গরিবের টাকা ডুবে যাবে। কিন্তু আজ LIC আরও শক্তিশালী হচ্ছে।' তাঁর কটাক্ষ, 'শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের জন্য মন্ত্র হচ্ছে, এরা যে সরকারি সংস্থাকে গালি দেবে সেই সংস্থাতেই বিনিয়োগ কর। ভাল হবেই হবে।'
HAL প্রসঙ্গও তোলেন মোদি। বিরোধীরা HAL-কে বিরূপ মন্তব্য করেছিল বলে তাঁর অভিযোগ। HAL-কে বিজেপি সরকার দুর্বল করে দিচ্ছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। তা নিয়ে সংসদে তুমুল বিতর্কও হয়েছে। যেম LIC-এর শেয়ার বিক্রি করা নিয়েও হয়েছে। ওইদিন মোদি বলেন, 'HAL-এর কর্মীদের উস্কানি দেওয়া হচ্ছিল যে তাঁরা তাঁদের চাকরি হারিয়ে ফেলতে পারেন। আজ HAL নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বছর সবচেয়ে বেশি আয় হয়েছে।'
হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট সামনে আসার পরে, যখন আদানি গোষ্ঠীর স্টকগুলিতে ব্যাপক পতন হয়েছিল, তখন আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে বিনিয়োগের জন্য এলআইসি আক্রমণের মুখে পড়েছিল। হিন্ডেনবার্গের রিপোর্ট ২৪ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। তারপরেই ব্যাপক পতন ঘটে আদানি গোষ্ঠীর শেয়ারগুলিতে। আদানি গোষ্ঠীর শেয়ারে LIC-এর বিপুল বিনিয়োগ থাকায় হোঁচট খায় LIC-এর শেয়ারও। বিপুল ধাক্কা খায় সেটিও। গেল গেল রব ওঠে চারিদিকে। পরে আদানি স্টকগুলি তুলনামূলক ভাল জায়গায় আসার পর ফের LIC-এর বিনিয়োগ মূল্য। যদিও ওই বিতর্কের পরেই LIC-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, সংস্থার যা মূলধন রয়েছে তার অতি সামান্য অংশ আদানির স্টকে বিনিয়োগ করা হচ্ছে।
শুক্রবার বাজার খুলতেই ঊর্ধ্বগামী হতে দেখা গিয়েছে LICI এবং HAL-এর শেয়ারকে। এদিনই সকাল সাড়ে দশটার মধ্যেই ৩ শতাংশ বেড়ে যায় LIC-এর শেয়ারমূল্য। Hindustan Aeronautics Ltd-এর শেয়ারও ছিল সবুজ। বেলা ১১টার মধ্যে প্রায় ২ শতাংশের কাছাকাছি বেড়ে যায় HAL-এর শেয়ার দর।
আরও পড়ুন: আজই অ্যালটমেন্ট! এই IPO আপনি পেলেন? না কি ফস্কে গেল?