WPI Inflation Deta: আরও বাড়ল গাড়ি , লেদার, বিস্কুটের পাইকারি মূল্য, জুনের মুদ্রাস্ফীতিতে ধাক্কা খেল দেশ
Price Hike: জুনে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার বাড়ল আরও। কোন-কোন পণ্য় নিয়ন্ত্রণে ? কেনা সূচক বাড়ছে লাফিয়ে ?
Price Hike: মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি হার (WPI Inflation Deta)। জুনে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার বাড়ল আরও। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং গুডস বা উৎপাদন পণ্য় যেমন গাড়ি , লেদার, বিস্কুটের পাইকারি মূল্য গত মাসে ১.৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
জুনের মুদ্রাস্ফীতির হার বাড়াচ্ছে চিন্তা
সোমবারই জুনের মুদ্রাস্ফীতির হার প্রকাশ্যে এনেছে সরকার। পাইকারি মুদ্রাস্ফীতির হারের তথ্য বলছে, ৩ শতাংশ ছাড়িয়য়েছে WPI Inflation বা পাইকারি মূল্যের সূচক। জুনে পাইকারি মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৬ শতাংশে। আগের মাসে অর্থাৎ ২০২৪ সালের মে মাসে এটি ছিল ২.৬১ শতাংশে। জুন মাসে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির মূল কারণ খাদ্য মূল্যবৃদ্ধির হার এবং প্রাথমিক জিনিসপত্রের মূল্যস্ফীতির হার বৃদ্ধি। উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতির হার যে এক শতাংশের নিচে ছিল, এবার তা প্রায় দেড় শতাংশে পৌঁছেছে।
খাদ্য মুদ্রাস্ফীতির হার বেড়েছে
মূলত খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি মূল্যবৃদ্ধির ওপর। জুনে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ, যা মে মাসে ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।
প্রাথমিক পণ্যের মুদ্রাস্ফীতির হার
জুনে প্রাথমিক পণ্যের মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৮.৮০ শতাংশ, যেখানে আগের মাসে ছিল ৭.২০ শতাংশ। এর মধ্যে রয়েছে, খাদ্য়, খণিজ ও শাকসবজির দাম।
জ্বালানি ও পাওয়ার সেগমেন্টের WPI কমেছে
তবে জ্বালানি ও বিদ্যুতের পাইকারি মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে এবং জুন মাসে তা দাঁড়িয়েছে ১.০৩ শতাংশে। 2024 সালের মে মাসে এই মুদ্রাস্ফীতির সংখ্যা ছিল 1.35 শতাংশ ।
উৎপাদন পণ্যের পাইকারি মুদ্রাস্ফীতির হারও বেড়েছে
উৎপাদন পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে এবং জুন মাসে তা দাঁড়িয়েছে ১.৪৩ শতাংশে। 2024 সালের মে মাসে, এই সংখ্যাটি ছিল 0.78 শতাংশে। ম্যানুফ্যাকচারিং গুডস বা উৎপাদন পণ্য় যেমন গাড়ি , লেদার, বিস্কুটের পাইকারি মূল্য বেড়েছে।
ডিম, মাংস ও মাছের WPI কমেছে
জুনে মাসে ডিম, মাংস ও মাছের মতো খাদ্যপণ্যের দাম কমেছে এবং তা শূন্যের নিচে নেমে এসেছে। জুন মাসে ডিম, মাংস ও মাছের মুদ্রাস্ফীতি ছিল -২ দশমিক ১৯ শতাংশ। মে মাসে তা ছিল ১ দশমিক ৫৮ শতাংশ।
জুনে ডালের WPI কমেছে
জুনে ডালের মুদ্রাস্ফীতি ২.৪১ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ২.৬৭ শতাংশ।
পেঁয়াজের পাইকারি মুদ্রাস্ফীতি হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি
গত মাসে পেঁয়াজ খুব দামি হয়েছে, যার জেরে জুনে পেঁয়াজের পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৯৩ দশমিক ৩৫ শতাংশ। মে মাসেও তা ছিল ৫০ শতাংশের উপরে এবং ছিল ৫৮.০৫ শতাংশ।
আরও পড়ুন Ambani Wedding: শাহরুখ-রণবীরদের ২ কোটি টাকার ঘড়ি, অনন্ত অম্বানি দিলেন উপহার