HCL Tech: ডিভিডেন্ড মিলবে এই শেয়ারে, ঘোষণা সংস্থার ! আপনার পোর্টফোলিওতে আছে ?
HCL Tech Dividend: তৃতীয় ত্রৈমাসিকে এই আইটি সংস্থার মুনাফার অঙ্ক আরও বেড়ে গিয়েছে। তৃতীয় ত্রৈমাসিকের এই ফলাফল আসতেই অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা। ১২ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা।
HCL Q3 Result: তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল এসে গিয়েছে। আর আগের ত্রৈমাসিকের মত এবারেও রেকর্ড হারে মুনাফা বেড়েছে HCL Tech-এর। সম্প্রতি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে তাদের ত্রৈমাসিকের ভাল ফলের উপর ভিত্তি করে প্রতিটি ইকুইটি শেয়ার পিছু ১২ টাকা হারে ডিভিডেন্ড দেওয়া হবে বিনিয়োগকারীদের। রেকর্ড ডেট কবে, কবেই বা ডিভিডেন্ড ঢুকবে ?
ডিভিডেন্ড কবে মিলবে ?
তৃতীয় ত্রৈমাসিকে এই আইটি সংস্থার মুনাফার অঙ্ক আরও বেড়ে গিয়েছে। এক লাফে তা বেড়ে গিয়েছে প্রায় ৬ শতাংশ। এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৩.৫ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অঙ্কের হিসেবে যা প্রায় ৪৩৫০ কোটি টাকা। এই অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড-এর জন্য ২০ জানুয়ারি, ২০২৪ দিনটিকে রেকর্ড ডেট হিসেবে ধরা হয়েছে এবং আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ সমস্ত শেয়ারহোল্ডাররা এই ডিভিডেন্ড পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। রেকর্ড ডেট বলতে বোঝায় কারা এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য সেইসমস্ত শেয়ারহোল্ডারদের নথিভুক্ত করার শেষ দিন আর এই দিনের পরেই ডিভিডেন্ড বণ্টনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
বিগত বছরে ডিভিডেন্ড
এর আগে বিগত ৫ বছর ধরে এই সংস্থা বিনিয়োগকারীদের ভাল ডিভিডেন্ড দিয়ে এসেছে নিয়মমাফিক। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সংস্থার হিসেবে প্রায় ২৪০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে HCL Tech অর্থাৎ প্রতি শেয়ার পিছু প্রায় ৪৮ টাকা হিসেবে।
তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার ফলাফল
এক বছর আগে একই ত্রৈমাসিকে HCL Tech-এর মুনাফার পরিমাণ ছিল ৪০৯৬ কোটি টাকা। বর্তমান আর্থিক বছরের তৃতীয় কোয়ার্টারে সংস্থাটির পরিচালন বিভাগ থেকে আয় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮৪৪৬ কোটি টাকা। এই তথ্যপ্রযুক্তি ভিত্তিক সংস্থা জানিয়েছে Constant Currency-র দিক থেকে তাদের আয় ৫ থেকে ৫.৫৫ শতাংশ বাড়তে পারে ২০২৪ সালে। বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে Constant Currency-র হিসেবে আয় বেড়েছে প্রায় ৪ শতাংশ।
আরও পড়ুন: Petrol Diesel Price: সপ্তাহান্তে দেশের একাধিক শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের, কী দাম কলকাতায় ?