Rahul Bajaj Passes Away: মধ্যবিত্তের জীবনে দু'চাকার জনপ্রিয়তা তাঁর হাত ধরেই, প্রয়াত শিল্পপতি রাহুল বাজাজ
Rahul Bajaj Passes Away: গত বছরই বাজাজ অটোর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান রাহুল বাজাজ।
নয়াদিল্লি: প্রয়াত বাজাজ গোষ্ঠীর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ (Rahul Bajaj)। শনিবার মহারাষ্ট্রের পুণেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি পরলোক গমন করেছেন বলে বাজাজ গ্রুপের (Bajaj Group) তরফে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে। গত বছরই বাজাজ অটোর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান রাহুল বাজাজ। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে দু'চাকার মোটর সাইকেল এনে নিজে হাতে সংস্থাকে বিরাট উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রাহুল বাজাজ। সংস্থার বিজ্ঞাপনী বার্তা 'বাজাজকে হারানো যায় না,' 'হমারা বাজাজ' আজও মুখে মুখে ফেরে মানুষের।
এ দিন, সংস্থার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, 'অত্যন্ত দুঃখের আপনাদের শ্রী রাহুল বাজাজের প্রয়াণের কথা জানাচ্ছি। ১২ ফেব্রুয়ারি বিকেলে পরিবারের সদস্যদের দ্বারা পরিবেষ্টিত থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।' রবিবার প্রয়াত শিল্পপতির শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে খবর, সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন রাহুল বাজাজ। হৃদযন্ত্রের সমস্যাও ছিল। মাস খানেক আগে তার জেরে রুবি হল ক্লিনিকেও ভর্তি হতে হয় তাঁকে।
Shri Rahul Bajaj Ji will be remembered for his noteworthy contributions to the world of commerce and industry. Beyond business, he was passionate about community service and was a great conversationalist. Pained by his demise. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 12, 2022
यशस्वी उद्योजक, समाजसेवी और बजाज के पूर्व चेयरमैन राहुल बजाज जी को मेरी भावभीनी श्रद्धांजलि। पद्म भूषण से सम्मानित राहुल जी से मेरे अनेक वर्षों से व्यक्तिगत संबंध रहे हैं।
— Nitin Gadkari (@nitin_gadkari) February 12, 2022
আরও পড়ুন: Hijab Row : "অভ্যন্তরীণ বিষয়", হিজাব-বিতর্কে আমেরিকার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ভারতের
১৯৩৮ সালের ১০ জুন জন্ম রাহুল বাজাজের। বিগত ৪০ বছর ধরে বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। গত বছর এপ্রিলে ওই পদ থেকে ইস্তফা দেন। মৃত্যুর আগে পর্যন্ত সংস্থার চেয়ারম্যান এমিরেটাস ছিলেন তিনি। ভারত সরকার তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে সম্মানিত করেছে। এ ছাড়াও রাজ্যসভার সাংসদও ছিলেন রাহুল বাজাজ।
Deeply Saddened to hear about the demise of Padma Bhushan Rahul Bajaj. He was among the foremost Business Leaders our nation has seen, and an inspiration to all. We will miss him dearly and his wise counsel. pic.twitter.com/Qgle0AzmjB
— Supriya Sule (@supriya_sule) February 12, 2022
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত আন্তর্জাতি ফোর্বস পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের তাবড় ধনী শিল্পপতিদের মধ্য ৪২১ নম্বরে ছিলেন রাহুল বাজাজ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি ডলারের বেশি বলে জানানো হয়।
Saddened to learn of Shri Rahul Bajaj’s demise. A doyen of Indian industry, he was passionate about its priorities. His career reflected the rise and innate strength of the nation’s corporate sector. His death leaves a void in the world of industry. My condolences to his family.
— President of India (@rashtrapatibhvn) February 12, 2022
রাহুল বাজাজের প্রয়াণে এ দিন শোকপ্রকাশ কেরন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লেখেন, 'বিশ্ব বাণিজ্য এবং শিল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন শ্রী রাহুল বাজাজজি। ব্যবসার বাইরে সামাজিক কাজেও উল্লেখযোগ্য অবদান ছিব তাঁর। তাঁর প্রয়াণে শোকগ্রস্ত। ওঁর পরিবার এবং বন্ধবান্ধবদের সমবেদনা জানাই। ওম শান্তি।'
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, 'শ্রী রাহুল বাজাজজির প্রয়াণে শোকগ্রস্ত। ভারতীয় শিল্পের চূড়া ছিলেন। ওঁর কর্মজীবনই দেশের কর্পোরেট সেক্টরের শক্তিবৃদ্ধির প্রতিচ্ছবি। শিল্পজগতে ওঁর মৃত্য়ুতে শূন্যতা সৃষ্টি হল। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।' এ ছাড়াও তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাবড় শিল্পপতি এবং মন্ত্রী-রাজনীতিকরা।