Rahul On SEBI: ফিউচার অপশনে চুনোপুঁটিদের বিপুল ক্ষতি, কোন বিগ প্লেয়াররা করছে লাভ, বিস্ফোরক অভিযোগ রাহুলের
Stock Market News: রাহুলের প্রশ্নবাণের মুখে পড়ল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। কংগ্রেস নেতার ট্যুইটে উঠে এল ফিউচার-অপশনে (Future Opton Trading) খুচরো বিনিয়োগকারীদের ৯০ শতাংশ লোকসানের কথা।
Stock Market News: ফের ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) নিয়ে বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। এবারও রাহুলের প্রশ্নবাণের মুখে পড়ল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। কংগ্রেস (Congress) নেতার ট্যুইটে উঠে এল ফিউচার-অপশনে (Future Opton Trading) খুচরো বিনিয়োগকারীদের (Retail Investor) ৯০ শতাংশ লোকসানের (Loss) কথা।
কী বলেছেন রাহুল গাঁধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার বলেছেন, '' 90 শতাংশ ছোট বিনিয়োগকারী তিন বছরে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে 1.8 লক্ষ কোটি টাকা হারিয়েছে। তিন বছরে এই বিপুল অঙ্ক হারিয়েছে তারা। এই ছোট বিনিয়োগকারীদের টাকায় কোন বিগ প্লেয়াররা লাভ করেছেন, সেবির কাছে তাদের নাম প্রকাশ করতে বলেছেন বিরোধী দলনেতা।''
সোমবার এই নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে সেবি। যেখানে বলা হয়েছে, 91 শতাংশ বা 73 লাখেরও বেশি টাকা খুচরো বিনিয়োগকারীরা F&O সেগমেন্টে হারিয়েছেন। FY24-এ গড়ে জনপ্রতি 1.2 লক্ষ টাকা হারিয়েছেন এই ব্যক্তিরা। বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড দ্বারা পরিচালিত সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য।
১ কোটিরও বেশি বিনিয়োগকারী করেছে প্রায় ২ লক্ষ টাকা লস
সমীক্ষা বলছে ,1 কোটিরও বেশি রিটেল F&O ট্রেডার মধ্যে 93 শতাংশ FY22 থেকে FY24 পর্যন্ত তিন বছরে জন প্রতি প্রায় 2 লক্ষ টাকা (লেনদেনের খরচ সহ) গড় লোকসান করেছে৷ এই সময়ের মধ্যে এই ধরনের ট্রেডারদের সামগ্রিক ক্ষতি 1.8 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে৷ এই বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা, X-এ বলেছেন 5 বছরে অনিয়ন্ত্রিত F&O লেনদেন 45X বেড়েছে৷ 90% ছোট বিনিয়োগকারী 3 বছরে ₹1.8 লক্ষ কোটি হারিয়েছেন। SEBI কে তথাকথিত 'বড় খেলোয়াড়দের' নাম প্রকাশ করতে হবে।
লাভ করেছে কারা
সমীক্ষায় বলা হয়েছে, শুধুমাত্র FY24 তে, ব্যক্তিরা প্রায় 75,000 কোটি টাকা নিট লোকসানে ব্যয় করেছেন। অন্যদিকে, শুধুমাত্র 7.2 শতাংশ স্বতন্ত্র F&O ট্রেডাররা লাভ করেছেন। তিন বছরের সময়কাল এবং লেনদেনের খরচ মেলানোর পরে মাত্র 1 শতাংশ ট্রেডার 1 লাখ টাকার বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তাছাড়া, খুচরো ট্রেডাররা দুই বছরে প্রায় দ্বিগুণ হয়ে প্রায় 96 লাখ হয়েছে। FY24 থেকে FY22-তে প্রায় 51 লাখ। যদিও এই ধরনের বিনিয়োগকারীরা FY24-তে মোট টার্নওভারে প্রায় 30 শতাংশ অবদান রেখেছে, তারা সংখ্যার দিক থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ, কারণ ইক্যুইটি F&O বিভাগে মোট ব্যবসায়ীদের 99.8 শতাংশ ব্যক্তি।
Mutual Fund Investment: দ্রুত দ্বিগুণ হবে টাকা, পাঁচটি মিউচুয়াল ফান্ডে ভরসা রাখতে পারেন