IndusInd Bank: শেয়ারে ধস নেমেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের, আপনার আমানত কি সুরক্ষিত ? বড় আপডেট দিল RBI
RBI Update on IndusInd Bank: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কের সকল গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে যে ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে। ফলে ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার মত অবস্থা নয়।

IndusInd Bank Financial Health: এক ধাক্কায় ২৭ শতাংশ ধস নেমেছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে। আর তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্কের (IndusInd Bank) অবস্থা নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন যে এই ব্যাঙ্ক হয়ত উঠে যাবে, ১৫৩০ কোটি টাকার ডেরিভেটিভ পোর্টফোলিওর গরমিলের কারণে এই ব্যাঙ্কের শেয়ার ধসে গিয়েছে। আবার একইসঙ্গে ব্যাঙ্কের বর্তমান সিইওকে সাধারণ নিয়মে ৩ বছরের এক্সটেনশন (Bank Customers) না দিয়ে ১ বছরের এক্সটেনশন দেওয়ার কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বেড়েছে আর সেই উদ্বেগ কমাতে RBI দিয়েছে বিবৃতি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কের সকল গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে যে ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে। ফলে ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার মত অবস্থা নয়, গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে। ক্রমান্বয়ে চলা জল্পনা কল্পনায় প্রতিক্রিয়া জানানোর দরকার নেই আমানতকারীদের।
কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্ডাসইন্ড ব্যাঙ্কের পরিচালনা পর্ষদকে এই মাসের মধ্যেই ২১০০ কোটি টাকার অ্যাকাউন্টিং গরমিল সংশোধন করে নেওয়ার নির্দেশ দিয়েছে। ব্যাঙ্কের আভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গিয়েছিল তাদের ডেরিভেটিভ পোর্টফোলিওতে বড় গলদ রয়েছে। ডিসেম্বর ২০২৪-এর মোট সম্পদের তুলনায় ১৫৩০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। এই কারণে মাল্টি-ইয়ার ডেরিভেটিভ হিসেবের ক্ষেত্রে এত বিপুল অঙ্কের গরমিল নজরে এসেছে ঋণদাতাদের।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের তরফে এই সপ্তাহেই অডিটের এই গরমিলের কথা জানানো হয়েছে। আর এই কারণে ব্যাঙ্কের নেট মূল্য ২.৩৫ শতাংশ হারে কমে গিয়েছে। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরেই ব্যাঙ্কের শেয়ারের দামে বড় পতন লক্ষ্য করা যায়। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের পক্ষ থেকে একটি এক্সটার্নাল অডিট টিম নিয়োগ করা হয়েছে যারা সমস্ত সিস্টেম পর্যালোচনা করবে এবং মূল প্রভাবের বিষয়ে অবগত করবে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 'বোর্ড ও ম্যানেজমেন্ট রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কের সমস্ত সংশোধনী সেরে ফেলতে হবে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের মধ্যেই। আর এর জন্য সমস্ত স্টেকহোল্ডারদের অবগত করাতে হবে।' তবে গ্রাহকদের উদ্বেগ প্রশমিত করতে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টই জানিয়েছে যে আমানতকারীদের এই ব্যাঙ্ককে ঘিরে চর্চা হওয়া কোনও খবরেই প্রতিক্রিয়া জানানো বা অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। বিনিয়োগকারী এবং আমানতকারীদের আশ্বস্ত করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের আর্থিক অবস্থা এখন স্থিতিশীল, গরমিলের বিষয় খতিয়ে দেখা চলছে।
আরও পড়ুন: Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
