RBI Bond Investment: বিপুল মুনাফার সুযোগ, ঝুঁকিও নেই- আপনার ভবিষ্যৎ নিশ্চিত করবে RBI-এর বন্ড; বিনিয়োগে কী সুবিধে ?
RBI Bond Investment Features: পিপিএফ কিংবা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে যেখানে আপনি ৭-৭.২৫ শতাংশ রিটার্ন পান, সেখানে রিজার্ভ ব্যাঙ্কের এই বন্ডে বিনিয়োগে আপনি পাবেন ৮.০৫ শতাংশ সুদ।

Investment Scheme: আমাদের ভবিষ্যৎ জীবনকে নিশ্চিত করতে আমাদের দরকার পড়ে একটি সুরক্ষিত বিনিয়োগ স্কিমের যাতে কম ঝুঁকিতে বেশ অনেকটা মুনাফা করে নেওয়া যায়। কিছু সময় পর থেকে যে স্কিমে বিনিয়োগ করা টাকার বিনিময়ে নিশ্চিত রিটার্ন মিলতে পারে। বাজারে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড, সরকারি স্কিম রয়েছে এই ধরনের বিনিয়োগের (RBI Bond Investment) জন্য, তবে সকলের থেকে সেরা বিনিয়োগের মাধ্যম সম্ভবত এটাই। সুদের হারও এতে অনেক বেশি এবং ঝুঁকি একেবারেই নেই বললে চলে। রিজার্ভ ব্যাঙ্কের বন্ডে বিনিয়োগ করে এভাবেই আপনি পেতে পারেন বিপুল মুনাফার সুযোগ।
দীর্ঘমেয়াদে অনেক বড় কর্পাস তৈরির জন্য এই রিজার্ভ ব্যাঙ্কের বন্ড আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে পিপিএফ স্কিম হোক কিংবা অন্য কোনও ফিক্সড ইনকাম স্কিম, এই রিজার্ভ ব্যাঙ্কের বন্ডে মিলবে বেশি মুনাফা। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজে এই বন্ড জারি করে ফলে সুরক্ষা এবং নিশ্চয়তা নিয়ে চিন্তারও কিছু নেই।
কেন এই আরবিআই বন্ড সেরা
পিপিএফ কিংবা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে যেখানে আপনি ৭-৭.২৫ শতাংশ রিটার্ন পান, সেখানে রিজার্ভ ব্যাঙ্কের এই বন্ডে বিনিয়োগে আপনি পাবেন ৮.০৫ শতাংশ সুদ। বছরে ২ বার করে এই সুদের হার বদলায়। এখন এই বন্ডে সুদের হার রয়েছে ৮.০৫ শতাংশ। বাজারের ওঠানামার সঙ্গে এই সুদের হারে কোনও বদল হয় না। আর সরকারের এই স্কিমে নিশ্চয়তা একশো শতাংশ। তবে আরবিআই বন্ডে বিনিয়োগের লক-ইন পিরিয়ড রয়েছে ৭ বছর। এর আগে যদি আপনি আরবিআই বন্ড বিক্রি করে টাকা তুলতে চান, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। ৫ লক্ষ টাকা রিজার্ভ ব্যাঙ্কের বন্ডে ৭ বছরের জন্য বিনিয়োগ করে রাখলে আপনি ৭ বছর পরে হাতে পাবেন ৮ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ টাকা।
অর্থাৎ শুধু সুদ থেকেই আপনি ৩ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। এই বন্ডে বিনিয়োগে সুদ আপনি বছরে দু'বার পাবেন, একবার ১ জানুয়ারি তারিখে আর ১ জুলাই তারিখে। ১ হাজার টাকা থেকে সর্বনিম্ন এই বন্ডে বিনিয়োগ করা যায়।
কী কী খেয়াল রাখতে হবে
এই রিজার্ভ ব্যাঙ্কের বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই বন্ড থেকে উপার্জিত সুদের উপর কর দিতে হবে আপনাকে। তবে পিপিএফে বিনিয়োগে আপনার কোনও কর দিতে হবে না। ৬০-৭০ বছর বয়সীদের জন্য এই বন্ডে লক-ইন পিরিয়ড রয়েছে ৬ বছর, ৭০-৮০ বছর বয়সীদের জন্য এই বন্ডে লক-ইন পিরিয়ড রয়েছে ৫ বছর আর ৮০ বছরের বেশি বয়সীদের জন্য লক-ইন পিরিয়ড রয়েছে ৪ বছর।
এই রিজার্ভ ব্যাঙ্কের বন্ড কিনতে হলে আপনাকে অনলাইনে বা নিকটবর্তী কোনও ব্যাঙ্কে গিয়ে আরবিআই ফ্লোটিং রেট সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।






















