RBI Repo Rate: আরও কমল রেপো রেট, স্বস্তি দিল RBI; হোম লোনের EMI এবার কত কমবে ?
Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এবার আরও ২৫ বেসিস পয়েন্ট হারে রেপো রেট কমানো হবে, ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে নেমে আসবে ৬ শতাংশের ঘরে।

RBI MPC Meeting: গত সোমবার শুরু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক আর আজ সেই বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা রেপো রেট আরও কমানোর কথা ঘোষণা করেন। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এবার আরও ২৫ বেসিস পয়েন্ট হারে রেপো রেট (Repo Rate) কমানো হবে, ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে নেমে আসবে ৬ শতাংশের ঘরে। বুধবার ৯ এপ্রিল রেপো রেট কমানোর ঘোষণা করেন সঞ্জয় মলহোত্রা। এই মুদ্রানীতি কমিটি (RBI Repo Rate) একইসঙ্গে তাদের অবস্থান 'নিরপেক্ষ' (Neutral) থেকে 'সহায়ক' (Accomodating) হিসেবে বদল করেছে। নয়া অর্থবর্ষে এটাই কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রথম মুদ্রানীতির বৈঠক ছিল যা গত সোমবার থেকে শুরু হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, সামগ্রিক অর্থনৈতিক ও পরিবর্তনশীল ম্যাক্রো-ইকোনমিক অবস্থার কারণে মুদ্রানীতির বৈঠকে কমিটির তরফে সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং একবারে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, 'এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির অধীনে ৫.৭৫ শতাংশে কমে আসবে। তবে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এবং ব্যাঙ্কের হার দুটিই স্থির থাকবে ৬.২৫ শতাংশে।
পরপর দুইবার রেপো রেট কমাল আরবিআই। এর আগে ফেব্রুয়ারি মাসে সঞ্জয় মলহোত্রা গভর্নর নির্বাচিত হয়ে আসার পর প্রথম বৈঠকেই রেপো রেট কমানোর ঘোষণা করেছিলেন। ৬.৫০ শতাংশ থেকে রেপো রেট কমে আসে ৬.২৫ শতাংশ। আর আজ বুধবার সেই রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে আসে ৬ শতাংশে।
রিজার্ভ ব্যাঙ্কের থেকে ব্যাঙ্কগুলি যে সুদের হারে ঋণ পায়, সেটিকেই রেপো রেট বলা হয়। এই রেপো রেট কমলে ব্যাঙ্কও কম সুদের হারে ঋণ দিতে পারে সাধারণ মানুষকে। ফলে হোম লোনের কিংবা কার লোনের ইএমআই এবার আরও খানিক কমে যেতে চলেছে। স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
ভারতের আর্থিক বৃদ্ধির হার গত ফিসক্যাল বছরে ছিল ৬.৫০ শতাংশ, কোভিডের পর এটাই সবথেকে ধীর গতির যাত্রা। মার্কিন কর আরোপের কারণে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ২০ থেকে ৪০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। আর এই কারণে গোল্ডম্যান স্যাক্সের মত বিশ্লেষক গোষ্ঠী ভারতের আগামী ২০২৫-এর জিডিপি হারের পূর্বাভাস হিসেবে ৬.৩ শতাংশ থেকে কমিয়ে এনেছে ৬.১ শতাংশে।






















