REPO Rate : স্বস্তি! রেপো রেট কমালো RBI, বছর শেষেই কমবে বাড়ি-গাড়ির ঋণের EMI?
যাঁরা বাড়ি-গাড়ির জন্য ঋণ করেছেন, তাঁরা স্বস্তি পেতে পারেন। রেপো রেট কমতে ত ইএমআই কমতে পারে। এর ফলে স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ।

প্রত্যাশা ছিলই। বছরের শেষে সাধারণ মানুষের জন্য সুখবর। মধ্যবিত্তর জন্য কিছুটা হলেও খুশির খবর । হালকা হতে পারে বাড়ি-গাড়ির ঋণের মাসিক কিস্তি। কারণ, ফের রেপো রেট কমানোর রাস্তায় হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার সকালে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি কমার ফলেই এই রেপো রেট কমানো হয়েছে। রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ করা হল, জানালেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্র। অর্থাৎ রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। এর ফলে যাঁরা বাড়ি-গাড়ির জন্য ঋণ করেছেন, তাঁরা স্বস্তি পেতে পারেন। রেপো রেট কমতে ত ইএমআই কমতে পারে। এর ফলে স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ।
রেপো রেট কাকে বলে
রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকেই বলা হয়ে রেপো রেট৷ স্বাভাবিক ভাবেই রেপো রেচ কমাতে ব্যাঙ্কগুলির উপর চাপ কমে। তার ফলে ব্যাঙ্ক আবার গাড়-বাড়ির ঋণের উপর সুদ কমায়। যার প্রভাব পড়ে ইএমআইতে। গত জুন মাসে রেপো রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৫ শতাংশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই এবারেও কমতে পারে ব্যাঙ্ক ঋণে সুদের হার, হাল্কা হতে পারে ইএমআই-এর বোঝা।
কীভাবে রেপো রেট আর গাড়ি-বাড়ির ইএমআই সংযুক্ত
স্বল্পকালীন মেয়াদে যে সুদের হারে বাণিজ্যক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে বলে রেপো রেট। আর বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ নেয় তাকে বলে রিভার্স রেপো রেট। রেপো রেট কমায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আগের থেকে কম সুদে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিতে পারবে। অর্থনীতিবিদদের আশা, তার ফলে সাধারণ মানুষকে কম সুদে ঋণ দিতে পারবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। এর জেরেই সস্তা হতে পারে গাড়ি, বাড়ি কেনার জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া ঋণ।
কমতে পারে ফিক্সড ডিপোজিটের সুদের হার?
অর্থনীতিবিদরা বলছেন, খুশির পাশাপাশি আছে চিন্তার কারণও। কারণ, রেপো রেট কমার ফলে কমতে পারে মেয়াদি আমানতের সুদও। বছরের একেবারে শেষ মাসে এসে চলতি বছরে চতুর্থবার রেপো রেট কমাল আরবিআই। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আশা, রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে । সেই সঙ্গে আবাসন বাজারে চাহিদা বাড়বে। তাঁরা আশা রাখছেন, এই রেপো রেট হ্রাস আর্থিক স্বস্তি বয়ে আনতে পারে, যদি ব্যাংকগুলি দ্রুত এই সুবিধা প্রদান করে।























