RBI Order: নিয়ম লঙ্ঘনের অপরাধে বড় অঙ্কের জরিমানা, RBI-এর কোপের মুখে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
RBI Penalty on Bank of Maharashtra: ঋণ সংক্রান্ত বেশ কিছু নিয়ম-কানুন না মানার অপরাধেই মূলত এই জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। কোপের মুখে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
Bank of Maharashtra: ব্যাঙ্কিং ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে। ঋণ সংক্রান্ত বেশ কিছু নিয়ম-কানুন না মানার অপরাধেই মূলত এই জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। ব্যাঙ্ক ক্রেডিটের লোন সিস্টেম অফার ডেলিভারি, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এবং কেওয়াইসি সংক্রান্ত নিয়ম-কানুন লঙ্ঘন করেছে সেই সংস্থা (Bank of Maharashtra) এমনটাই জানা গিয়েছে। আর এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক ১২ কোটি ২৭ লক্ষ টাকার জরিমানা রুজু করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, তারা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্যাঙ্কের সামগ্রিক আর্থিক অবস্থা খুঁটিয়ে দেখেছিল এই সংস্থা। এমনকী ২০২৩ সাল পর্যন্ত ব্যাঙ্কের তথ্য-প্রযুক্তি ব্যবস্থাও পর্যালোচনা করা হয়েছে। আর এই পর্যালোচনার সময়েই দেখা যায় যে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অমান্যের নিদর্শন খুঁজে পাওয়া যায়। পরে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক যেখানে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে জরিমানার কারণ বর্ণনা করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছে যে, পার্সোনাল হায়ারিং এবং এক্সামিনেশনের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক এই অভিযোগের পূর্ণ তদন্ত করে দেখেছে এই ব্যাঙ্কের উপর আনার অভিযোগ সম্পূর্ণ সত্য, এই জন্য যথাযথ মর্মে জরিমানা রুজু করা হয়েছে। ঋণদানের ক্ষেত্রে অনেকসময় অনুমোদিত ঋণের অঙ্ক কার্যকরী মূলধনের সীমা পেরিয়ে গিয়েছে। সমস্ত ডেলিভারি চ্যানেলের জন্য একটি ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বজায় রাখতে ব্যর্থ হয়েছে ব্যাঙ্ক। এমনকী গ্রাহককে ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড না দিয়ে মাল্টিপল কাস্টমার আইডেন্টিফিকেশন কোড দেওয়া হয়েছে। এছাড়াও এমন কিছু কিছু ছোটখাটো অ্যাকাউন্ট পরিচালনা করেছে এই ব্যাঙ্ক যা রিজার্ভ ব্যাঙ্কের নিয়মের বাইরে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sachin Tendulkar: নিজের স্পোর্টস ব্র্যান্ড আনতে চলেছেন সচিন, টেক্কা দেবেন এই জনপ্রিয় কোম্পানিকেও