Sachin Tendulkar: নিজের স্পোর্টস ব্র্যান্ড আনতে চলেছেন সচিন, টেক্কা দেবেন এই জনপ্রিয় কোম্পানিকেও
Sachin Tendulkar StartUp: সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সুইগি ইনস্টামার্টের প্রাক্তন প্রধান কার্তিক গুরুমূর্তির সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে নিজের একটি স্পোর্টস ব্র্যান্ড আনতে চলেছেন সচিন তেন্ডুলকর।
Sachin Tendulkar Start Up: ক্রিকেটের রাজা ক্রিকেটের ময়দান থেকে বিদায় নিলেও নানা কাজের মধ্যে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি রাজ্যসভারও সদস্য এখন। এছাড়া বিভিন্ন সংস্থায় তাঁর বিনিয়োগ রয়েছে (Sachin Tendulkar) আর সেখানেও তাঁর সাফল্য ক্রিকেটের মতই স্বর্ণোজ্জ্বল। সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, সুইগি ইনস্টামার্টের (Sachin Tendulkar StartUp) প্রাক্তন প্রধান কার্তিক গুরুমূর্তির সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে তিনি নিজের একটি স্পোর্টস ব্র্যান্ড আনতে চলেছেন। সুইগি থেকে করণ অরোরাও তাঁর সঙ্গে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর যে, এই নতুন স্পোর্টস ব্র্যান্ডটির জন্য একটি নতুন হোল্ডিং কোম্পানি গড়ে তোলা হয়েছে। সচিনের এই স্টার্টআপকে সহায়তা দিতে পাশে থাকবে হোয়াইটবোর্ড ক্যাপিটাল। এই স্পোর্টস ব্র্যান্ডের নাম হবে সম্ভবত SRT10 Athleisure Pvt Ltd। সূত্রের খবরে জানা যাচ্ছে যে এই স্টার্ট আপে এখন ফান্ড সংগ্রহের পর্ব চলছে।
ক্রিকেট থেকে অবসর নিলেও বহু সংস্থা উঠে পড়ে লেগেছে তাঁকে তাদের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে তোলার জন্য। বহু বিজ্ঞাপন করে কোটি কোটি টাকা আয় হয় তাঁর। তবে এই স্টার্ট আপে তিনি শুধু নিজের মুখ দেখিয়ে ব্যবসা করতে আসেননি, এখানে তিনিই সংস্থার প্রতিষ্ঠাতা। নতুন এই ব্র্যান্ডের পণ্য কী কী হবে তা নির্বাচন করার জন্য তিনি ও তাঁর সহকর্মীরা এখন বেজায় ব্যস্ত। সম্প্রতি ওলা ইলেকট্রিকের আইপিও থেকে প্রভূত লাভ হয়েছে সচিনের।
সূত্রের খবরে জানা যাচ্ছে যে, সচিনের এই স্টার্ট আপ সংস্থা শুরু হলে নাইক এবং ডেক্যাথলনকেও টেক্কা দেবে। স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সহজেই এর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই সংস্থায়। হেলথ অ্যান্ড ফিটনেসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ার কারণে স্পোর্টস প্রোডাক্টের চাহিদাও বেড়েছে। এই ক্ষেত্রে মার্কেট শেয়ারের দিক থেকে ৬০ শতাংশ অংশিদারিত্ব রয়েছে স্পোর্টস শ্যুয়ের। জামা-কাপড়ের অংশিদারিত্ব রয়েছে ৩০ শতাংশের।
সচিন তেন্ডুলকর আবার একটি ফ্যাশন ব্র্যান্ড 'ট্রু ব্লু' সংস্থারও সদস্য। অরবিন্দ ফ্যাশনের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন তিনি এখানে। সম্প্রতি সচিন সিদ্ধান্ত নিয়েছেন যে এই সংস্থাকে বৈশ্বিক বাজারে নিয়ে আসবেন। স্পিনি, বুস্ট, বিএমডব্লিউর মত ব্র্যান্ডকে এনডর্স করেন সচিন।
আরও পড়ুন: Pan Card: ১০ মিনিটের আগেই পাবেন প্যান কার্ড, জানতে হবে এই ৫টি বিষয়ে