RBI MPC Meeting: আরও কমল রেপো রেট, RBI-এর বড় উপহার- ঋণের EMI কত কমবে এবার ?
RBI Repo Rate Cut: এর আগেই রেপো রেট (Repo Rate) কমিয়ে আনা হয়েছিল ৬ শতাংশে, এবার ৫০ বেসিস পয়েন্ট কমে রেপো রেট দাঁড়াল ৫.৫ শতাংশ।

RBI Repo Rate Cut: এই বছর পরপর উপহার দিচ্ছে যেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে পরপর তিনবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। আজ ৬ জুন রিজার্ভ ব্যাঙ্কের জুন মাসের মুদ্রানীতির বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মলহোত্রা ও তাঁর নেতৃত্বাধীন প্যানের সিদ্ধান্তে (RBI MPC Meeting) রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়। এর আগেই রেপো রেট (Repo Rate) কমিয়ে আনা হয়েছিল ৬ শতাংশে, এবার ৫০ বেসিস পয়েন্ট কমে রেপো রেট দাঁড়াল ৫.৫ শতাংশ। শুক্রবার ৬ জুন এই ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা।
এই রেপো রেট কমার সঙ্গে সঙ্গেই মুদ্রানীতির কমিটি তাদের পলিসি স্ট্যান্সকে নিউট্রাল থেকে অ্যাকোমোডেটিভ-এ বদলে নিয়েছে যা পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলা করে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আরও দৃঢ় প্রতিশ্রুতি দেয়। বুধবার শুরু হওয়া এই তিনদিনের মুদ্রানীতির বৈঠকের সমাপ্তিতে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, 'ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বেড়ে চলেছে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা সর্বপ্রকারে চেষ্টা করছি এই সমৃদ্ধিকে আরও বাড়ানোর জন্য। বিনিয়োগকারীদের জন্য অপার সুযোগ এনে দেয় ভারতীয় অর্থনীতি। এই অর্থনীতিতে একইসঙ্গে শক্তি, স্থিতিশীলতা আর সম্ভাবনা রয়েছে।'
রেপো রেট হল সেই সুদের হার যার ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক দেশের অন্য সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ককে ঋণ দিয়ে থাকে। এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ২৫ বেসিস পয়েন্ট করে কমানো হয়েছিল রেপো রেট। তবে ঈই মুদ্রানীতির বৈঠকে অনেক বিশেষজ্ঞই ভেবেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাবে, তবে তারা আরও আক্রমণাত্মক মনোভাবে এক লপ্তে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে দিয়েছে এই বৈঠকের শেষে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ধরলে মোট ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। এর প্রেক্ষিতে বহু ব্যাঙ্কে তাদের রেপো লিঙ্কড এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট এবং মার্জিনাল কস্ট অফ ফান্ড-বেসড লেন্ডিং রেটে বদল করেছে। এতে গ্রাহকদের পক্ষে ঋণ নেওয়া এখন আরও সাশ্রয়ী হয়েছে। এতে খুচরো গ্রাহক কিংবা কর্পোরেট ঋণগ্রহীতা উভয়েরই ইএমআই-এর বোঝা কমেছে।
আর সাম্প্রতিক এই মুদ্রানীতির বৈঠকে আরও রেপো রেট কমানো হয়েছে যা কিনা মূলত মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা। এপ্রিল মাসে খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি নেমে এসেছে ৩.১৬ শতাংশে, এর আগে মার্চ মাসে এই হার ছিল ৩.৩৪ শতাংশ। এই হার রিজার্ভ ব্যাঙ্কের ৪ শতাংশের গড় অনুমানের থেকেও কম।
বিস্তারিত আসছে...






















