Royal Enfield Hunter: আজ আসছে হান্টার ৩৫০ , টিভিএস রনিন, জাভা ৪২-র সঙ্গে হবে লড়াই
Royal Enfield Hunter 350: ছবি প্রকাশ্যে এসে গিয়েছে আগেই। এশিয়ার বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। আজ ভারতে দেখা যাবে এই বাইক।
Royal Enfield Hunter 350: ছবি প্রকাশ্যে এসে গিয়েছে আগেই। এশিয়ার বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। আজ ভারতে দেখা যাবে এই বাইক। যা টিভিএস রনিন ও জাওয়া ৪২-সহ অনেক বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। দেখে নিন, এই তিন বাইকের মধ্যে কে সেরা।
Royal Enfield Bikes: কোন বাইক বেশি শক্তিশালী ?
হান্টার রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের মতো একই ৩৫০ সিসি ইঞ্জিন পেয়েছে। বাইক একটি ৫-স্পিড গিয়ারবক্স সহ ২০.২ বিএইচি ও ২৭ নিউট মিটার শক্তি তৈরি করে। রনিনের সঙ্গে পাওয়ারের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই হান্টারের। কারণ এই বাইক একটি ৫-স্পিড গিয়ারবক্স সহ ২০.১ বিএইচপি ও ১৯.৯৩ নিউটন মিটার টর্ক দিতে সক্ষম। এই তুলনামূলক আলোচনায় জাভা ২৭ বিএইচপি শক্তি দেয়। এতে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স। বাকি দুটিতে পাচ্ছেন ৫-স্পিড গিয়ারবক্স।
Royal Enfield Hunter 350: কত বড় বাইক ?
হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা। এই বাইকের ওজন ১৮১ কেজি। তবে তিন বাইকের তুলনায় রনিন সবথেকে হালকা। এর ওজন ১৬০ কেজি। বাকি জাভার ওজন ১৭১ কেজি। রনিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮১ এমএম। যেখানে হান্টার ৩৫০-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ এমএম। জ্বালানি ট্যাঙ্কের ধারণক্ষমতার দিক থেকে, হান্টার ৩৫০-তে রয়েছে ১৪ লিটারের ট্যাঙ্ক। বাকি দুটিতে পাবেন ১৩ লিটারের ধারণক্ষমতা। মাইলেজের ক্ষেত্রে তিনটিই ৩৫-৪০ কিমি দেবে বলে দাবি করছে কোম্পানি।
Royal Enfield Bikes: কোনটির মান সবথেকে ভাল ?
হান্টার ৩৫০ একটি আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে পাবেন। যার বৈশিষ্ট্যের তালিকায় ঐচ্ছিক ট্রিপার ন্যাভিগেশন সিস্টেম দিয়েছে কোম্পানি। এই বাইক টিভিএস রনিনের মতো সুসজ্জিত নয়। যেখানে সম্পূর্ণ LED লাইট, একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও স্মার্টফোন অ্যাক্সেসের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন আপনি। জাভা বৈশিষ্ট্যের দিক থেকে হান্টার বা রনিনের সঙ্গে মেলে না। TVS Ronin এখানে টপ-এন্ডের জন্য ১.৭ লক্ষ টাকা দাম নেয়। সেখানে Jawa 42-এর দাম টপ-এন্ডের জন্য ১.৯ লক্ষ টাকা রাখা হয়েছে। বাকি দুইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এনফিল্ডের হান্টার ৩৫০-র দাম আগ্রাসী হতে পারে।