(Source: ECI/ABP News/ABP Majha)
Rupees 2,000 Currency Note Update: বাজারে কমছে ২০০০-এর নোট ! সংসদে কী জানাল সরকার ?
2,000 Currency Note Update: কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ২০১৮ সালের মার্চ মাসে ২০০০ টাকার নোটের মোট পিস ছিল ৩৩৬.৩ কোটি। ২০২১ সালের নভেম্বরে তা ২২৩.৩ কোটি পিস-এ নেমে এসেছে।
2,000 Currency Note Update: দেশে ২০০০ টাকার নোটের প্রচলন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ২০১৮ সালের মার্চ মাসে ২০০০ টাকার নোটের মোট পিস ছিল ৩৩৬.৩ কোটি। ২০২১ সালের নভেম্বরে তা ২২৩.৩ কোটি পিস-এ নেমে এসেছে। যা মোট নোট সার্কুলেশনের 1.75 শতাংশ।
২ বছরে ১১৩ কোটি টাকা কমেছে ২০০০-এর নোট
দেশে ২০০০ টাকা নোটের সার্কুলেশন নিয়ে সংসদে তথ্য দিল সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছে, গত ৩১ মার্চ ২০১৮ সাল পর্যন্ত দেশে ৩৩৬.৩ কোটি ২০০০ টাকার নোটের প্রচলন ছিল। পরিসংখ্যান বলছে, যা মোট মুদ্রা নোটের ৩.২৭ শতাংশ ও মূল্যে ৩৭.২৬ শতাংশ। যদিও ২৬ নভেম্বর ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ২২৩.৩ কোটি ২০০০ টাকার নোটের প্রচলন ছিল দেশে। যা মোট নোটের ১.৭৫ শতাংশ ও মূল্যের দিক থেকে ১৫.১১ শতাংশ।
২০১৮-১৯ এর পরে ছাপা হয়নি ২০০০ টাকার নোট : এই প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানান, ২০১৮-১৯ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানোর জন্য কোনও নতুন নির্দেশ দেওয়া হয়নি। তাই ২০০০-এর নোটের সংখ্যা হ্রাস পেয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, বহু নোট খারাপ হয়ে যাওয়ায় প্রচলনের বাইরে চলে গিয়েছে। যার কারণে তাদের সংখ্যা হ্রাস পেয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নোটবন্দির পর থেকে ২০০০ টাকার নোট নিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে আম আদমির। বেশিরভাগ ক্ষেত্রেই টাকা ভাঙাতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এখনও এটিএম থেকে কেবল ৫০০ ও ২০০০টাকার নোট পাওয়া যাচ্ছে। যাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে সরকার ধীরে ২০০০ টাকার প্রচলন বন্ধ করলে আদতে উপকৃত হবে সাধারণ মানুষ।
আরও পড়ুন : EPFO EDLI Scheme Benefits: প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের সুবিধা, জানেন কী এই স্কিম ?
আরও পড়ুন :Fixed Deposit Tips: FD করার আগে জেনে নিন এই বিষয়গুলি, তবেই পাবেন বেশি সুবিধা