Rupert Elena Engaged: কে এই এলেনা জুকোভা ? যাকে নিয়ে পাঁচবার বিয়ে করতে চলেছেন রূপার্ট মারডক ?
Keith Rupert Murdoch: ৯২ বছরে ৬৭-র এলেনা জুকোভাকে বিয়ে করতে চলেছেন তিনি। কে এই এলিনা জুকোভা জানেন ?
Keith Rupert Murdoch: ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন ধনকুবের রুপার্ট মারডক। ৯২ বছরে ৬৭-র এলেনা জুকোভাকে বিয়ে করতে চলেছেন তিনি। কে এই এলিনা জুকোভা জানেন ?
এই নিয়ে পাঁচবার বিয়ের পথে
এলেনা জুকোভার আগে মিডিয়া মুঘল নামে পরিচিত মারডক চারবার গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু প্রতিবারই তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি। জুকোভার সঙ্গে এটি মারডকের পঞ্চম বিয়ে। উভয়ে ২৪ জুন ক্যালিফোর্নিয়ায় তাদের বাগানবাড়িতে গাঁটছড়া বাঁধবেন।মারডকের মুখপাত্র জানিয়েছেন, দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। শুধু বিয়ের অনুষ্ঠান বাকি। এর জন্য প্রস্তুতিও চলছে জোরকদমে।
কোথা থেকে পরিচিতি
আপনি জেনে অবাক হবেন, এলেনা ঝুকোভার সঙ্গে মারডকের পরিচয় তাঁর তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের দৌলতে ঘটে। এরপর তাঁরা নিয়মিত দেখা করতে থাকেন। তাই পরিচিয় পরিণয়ের পথে যেতে খুব একটা দেরি হয়নি। অবশেষে বিয়ের সিদ্ধান্ত। জুকোভা একজন মলিকুলার বায়োলজিস্ট।
মারডক ইতিমধ্যেই চার বিয়ে সেরেছেন
এলেনা জুকোভার আগে মারডক চারবার গাঁটছড়া বেঁধেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন প্যাট্রিসিয়া বুকার। তাদের সম্পর্ক ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই সময়কালে তারা প্রায় ১১ বছর ধরে দাম্পত্যে ছিলেন।
তার প্রথম ডিভোর্সের পর, মারডক ১৯৬৭ সালে আনা মানকে বিয়ে করেন। তবে এই সম্পর্কটিও ৩২ বছর পর ভেঙে যায়। দুজনেই ১৯৯৯ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
তৃতীয়বারের মতো ওয়েন্ডি ডেং-এর কাছাকাছি আসেন মারডক। ১৯৯৯ সালে দুজনেই একে অপরের হাত ধরেছিলেন। তবে এই সম্পর্কও বেশিদিন টেকেনি। ১৪ বছর একসঙ্গে থাকার পর দুজনেই আলাদা হয়ে যান।
তিনটি ব্যর্থ বিয়ের পর, মারডক ২০১৬ সালে জেরি হলকে চতুর্থবার বিয়ে করেন। তবে এখানেও মারডকের সম্পর্ক বেশিদিন টেকেনি। ৬ বছর পর ২০২২ সালে তারা আলাদা হয়ে যান।
৪টি বিয়ের পর ২০২৩ সালে মারডক লেসলি স্মিথের সঙ্গে সম্পর্কে জড়ান। এদিকে, তাদের দুজনেরই বাগদান হয়, কিন্তু সম্পর্ক বিয়ে করার আগেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
কবে-কোথায় বিয়ে
চলতি বছরই ক্যালিফোর্নিয়ায় তার মোরাগা এস্টেটে এই বিয়ে হওয়ার কথা। তবে এই প্রথম নয়, এই নিয়ে পঞ্চমবার বিয়ের পথে মিঃ মারডক। ৬ বার বাগদান পর্ব সেরেছেন তিনি। গত বছর ফক্স অ্যান্ড নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান মার্ডক। নিউইয়র্ক টাইমসের মতে, জুনেই বিয়ের দিন ঠিক হয়েছে। ইতিমধ্যেই পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।