Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন সঙ্কটের জের, প্রতি ১০ গ্রামে লাফিয়ে বাড়ল সোনার দাম
Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল সোনার বাজার। এদিন প্রতি ১০ গ্রাম সোনা বেড়েছে ২২৫০ টাকা । যা চলতি বছরের সব রেকর্ডকে ছাপিয়ে গেল।
Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল সোনার বাজারে। এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২২৫০ টাকা । যা গত এক বছরের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সোনার বাজারে এই পরিস্থিতি থাকলেও এদিন ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে।
Share Market Today: এদিন সকালে বাজার খোলেই লাল সূচকে। মাঝে মধ্যে বুলসরা বাজার তোলার চেষ্টা করলেও সফল হয়নি। যার জেরে ভয়ঙ্কর পতনের সাক্ষী থেকেছে বাজার। দিনের শেষে নিফটি ৪.৭৮ শতাংশ কমে ১৬,২৪৭.৯৫-এ বন্ধ হয়েছে। একই অবস্থা সেনসেক্সের। ৫৪,৫২৯.৯১ তে থেমেছে সেনসেক্স। এই ক্ষেত্রে ৪.৭২ শতাংশ তলানিতে নেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক।
Gold Prices Today: বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)-এ সোনার দাম গত এক বছরের তুলনায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। MCX-এ সোনার হার আজ প্রতি 10 গ্রামে 2,250 টাকা বেড়ে 52,630 দাঁড়িয়েছে। সেখানে রূপা 5% লাফিয়ে 67,926 টাকাা হয়েছে। স্পট মার্কেটে সোনার দাম তার 1925 ডলারের বাধা অতিক্রম করেছে । প্রতি আউন্সের হিসাবে 1950 ডলার ছুঁয়েছে সোনা। যা প্রায় 13 মাসের সর্বোচ্চ রেকর্ড। বাজার বিশেষজ্ঞদের মতে, হলুদ ধাতুর দামের এই বৃদ্ধি রাশিয়া-ইউক্রেন সংকটের কারণেই হয়েছে। তারা বলেছে যে স্পট গোল্ডের দাম তার আউন্স প্রতি 1935 ডলারের সাপোর্ট ভেঙেছে। এখন এটি শীঘ্রই 1950 ডলার, 1980 ডলার ও পরবর্তীকালে 2000 ডলার প্রতি আউন্সের দাম হতে পারে।
Russia Ukraine Conflict : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরই দ্রুতগতিতে হামলা চালায় রুশ বাহিনী। এর কয়েক ঘণ্টা পরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সেনার বিমান ঘাঁটির পরিকাঠামো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ধ্বস্ত করে দেওয়া হয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স ব্যবস্থা।
Russia Ukraine War : বৃহস্পতিবারই ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর সমগ্র ইউক্রেন জুড়েই শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। রাশিয়ার বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পুরোদস্তর অভিযান শুরু হয়েছে। সংকট নিরসনের চেষ্টায় গত কয়েক সপ্তাহজুড়ে কূটনৈতিক দৌত্য, রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞাও রাশিয়াকে নিরস্ত করতে পারল না। এড়ানো গেল না যুদ্ধ। ইউক্রেন সীমান্ত দেড় থেকে দুই লক্ষ সেনা মোতায়েন করে রেখেছিল রাশিয়া।