Bangladesh: জঙ্গি-আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেফতার, লালগোলা থেকেও জালে ১ বাংলাদেশি সহ ৩
ABP Ananda Live: জঙ্গি-আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেফতার। আগরতলা স্টেশন থেকে পাকড়াও শতাধিক অনুপ্রবেশকারী ও ৫৪ জন দালাল। লালগোলা থেকেও জালে ১ বাংলাদেশি সহ ৩। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র তৈরি চক্রের পর্দাফাঁস। ৫ বাংলাদেশি সহ গ্রেফতার ১১। বাজেয়াপ্ত আধার, ভোটার কার্ড তৈরির সরঞ্জাম। বাংলাদেশে ফের সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা। সমন্বয়ের দায়িত্ব ছিল জাভেদের, খবর গোয়েন্দা সূত্রের। আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই গাফিলতির অভিযোগে ডাক্তারদের অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সিজিও কমপ্লেক্সের গেটে ঝোলানো হল প্রতীকী তালা। বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলায় হাইকোর্টে পার্থ-সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ। বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর।