Samsung CES 2022: এই ইভেন্টে হবে বড় ঘোষণা, ৪ তারিখ কী আনছে স্যামসাং ?
Samsung CES 2022: শোনা যাচ্ছে, এই শো-তেই Samsung Galaxy S21 Fan Edition (FE) সামনে আনবে কোম্পানি। সঙ্গে থাকবে আরও কিছু ডিভাইসের লঞ্চ।
Samsung CES 2022: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। Consumer Electronics Show (CES)-এ নতুন বেশকিছু প্রোডাক্টের ঘোষণা করবে স্যামসাং। শোনা যাচ্ছে, এই শো-তেই Samsung Galaxy S21 Fan Edition (FE) সামনে আনবে কোম্পানি। সঙ্গে থাকবে আরও কিছু ডিভাইসের লঞ্চ।
Samsung CES 2022: কোভিডকালে মাঝে বন্ধ ছিল ২ বছর। ভার্চুয়ালি নিজেদের ইভেন্ট করত স্যামসাং। এবার লাস ভেগাসে হতে চলেছে কোম্পানির মেগা শো। যার থিমও ইতিমধ্যেই ঘোষণা করেছে কোম্পানি।'Together for Tomorrow' শোতে থাকছে একঝাঁক নতুন প্রোডাক্টের সূচনা। যেখানে Samsung Galaxy S21 Fan Edition (FE) ছাড়াও থাকছে
মাইক্রোএলইডি, মিনিএলইডি, কিউএলইডি চিভি।
Samsung Galaxy S21 Fan Edition (FE)
ইতিমধ্যেই ফোনের লঞ্চের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। টিপস্টার জন প্রসারের মতে, আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S21 FE। তবে এই ক্ষেত্রে কোনও প্রি-অর্ডার পিরিয়ড থাকবে না। সরাসরি ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে যাবে এই ফোনের। তবে এবার একই দিনে আসছে না স্যামসাঙের নতুন ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S22 series ।
Samsung Galaxy S21 FE: ফোনের স্পেসিফিকেশন
টেক সাইট CoinBRS-এর মতে, নতুন ফোনে চারটে রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। যার মধ্যে হোয়াইট, ল্যাভেন্ডার, ব্ল্যাক ও ক্রিম রং থাকবে।Samsung Galaxy S21এর মতোই এতেও তিনটে রেয়ার ক্যামেরা দেওয়া হবে। স্ক্রিন সাইজ থাকবে ৬.৪ইঞ্চি। ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে ফোনে। কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা ছাড়াও ফোনে থাকবে ১২০ হার্টজের রিফ্রেস রেট। দেশ অনুযায়ী Qualcomm Snapdragon 888 ও Exynos 2100 চিপসেট দেওয়া হবে ফোনে। টপ ভ্যারিয়েন্ট থাকতে পারে 12GB RAM ও 256GB স্টোরেজ।
India's Upcoming Electric Cars: ১৫ লাখের মধ্যে ইলেকট্রিক গাড়ি ! ভারতে রাস্তা দাপাবে এই মডেলগুলি
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ফের বাড়তে চলেছে DA