![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SBI Scheme : স্টেট ব্যাঙ্কের দারুণ স্কিম ! বিনিয়োগের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর,৪০০ দিন রাখলে দারুণ রিটার্ন
FD Interest Rates: এই স্কিমটি চলতি বছরের 12 এপ্রিল 2023-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছিল। আপনি পাবেন ভাল রিটার্ন।
![SBI Scheme : স্টেট ব্যাঙ্কের দারুণ স্কিম ! বিনিয়োগের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর,৪০০ দিন রাখলে দারুণ রিটার্ন sbi-amrit-kalash-fd-scheme-deadline-ends 31-december-know-details-here SBI Scheme : স্টেট ব্যাঙ্কের দারুণ স্কিম ! বিনিয়োগের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর,৪০০ দিন রাখলে দারুণ রিটার্ন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/44437ca9e7cd45d845dc95525d12d5d61703595618063394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
FD Interest Rates: স্টেট ব্যাঙ্কের (SBI) এই ফিক্সড ডিপোজিট স্কিমে (Fixed Deposit) দিচ্ছে ভাল রিটার্ন (Profit)। তবে রয়েছে একটি লক ইন পিরিয়ড। আগামী ৩১ ডিসেম্বর SBI Amrit Kalash Scheme-এর সময়সীমা শেষ হচ্ছে।
৩১ ডিসেম্বর বিনিয়োগের শেষ তারিখ
ডিসেম্বর শেষ হতে আর 2024 সালের নতুন বছর শুরু হতে খুব কম দিন বাকি। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। ডিসেম্বর মাস শেষ হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা শেষ হচ্ছে ৩১শে ডিসেম্বর। এই দিনে অনেক ভাল স্কিমে বিনিয়োগ করারও শেষ তারিখ। এরকমই একটি স্কিম হল স্টেট ব্যাঙ্কের অমৃত কলশ এফডি স্কিম। SBI অমৃত কলশ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের শেষ তারিখ 31 ডিসেম্বর 2023 রেখেছে ব্যাঙ্ক।
স্টেট ব্যাঙ্ক অমৃত কলশ স্কিম
এই স্কিমটি চলতি বছরের 12 এপ্রিল 2023-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছিল। এই স্কিমের (অমৃত কলশ এফডি স্কিম) শেষ তারিখ আগে 23 জুন থেকে 15 আগস্ট বাড়ানো হয়েছিল এবং তারপরে এই সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল । এই স্কিমে বিনিয়োগ করতে এখন মাত্র পাঁচ দিন বাকি।
স্টেট ব্যাঙ্কের অমৃত কলশ স্কিমে কী সুবিধা রয়েছে
দেশের যেকোনও নাগরিক বা এনআরআই স্টেট ব্যাঙ্কের (এসবিআই) অমৃত কলশ স্কিমে বিনিয়োগ করতে পারেন। এটি একটি বিশেষ 400 দিনের FD স্কিম, যেখানে প্রবীণ নাগরিকরা 0.50 শতাংশ বেশি সুদ পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকরা ৭.১ শতাংশ সুদ পাবেন। এতে প্রবীণ নাগরিকরা ৭ দশমিক ৬ শতাংশ সুদের সুবিধা পান।
আপনি এই স্কিমে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত বিনিয়োগ করতে পারেন৷ এই স্কিমের বিশেষ বিষয় হল, আপনি অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এতে বিনিয়োগ করতে পারেন৷ এছাড়াও আপনি এই FD-তে ঋণের সুবিধাও পাবেন।
Multibagger Stock: এক বছরের মধ্যে টাকা দ্বিগুণ , টাটার এই শেয়ার দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)