SBI News: ATM থেকে টাকা তোলার চার্জ বৃদ্ধি SBI-এর, এবার থেকে কত টাকা দিতে হবে?
SBI Hikes ATM Transaction: এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে আগের মতোই মাসে পাঁচটি বিনামূল্যের আর্থিক ও অন্য ধরনের লেনদেন করতে পারবেন।

কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের এটিএম এবং অটোমেটেড ডিপোজিট-কাম-উইথড্রয়াল মেশিন (ADWM) লেনদেনের চার্জ সংশোধন করেছে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটি বিনামূল্যে সীমার বাইরে অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারকারী গ্রাহকদের জন্য ফি বৃদ্ধি করেছে। সংশোধিত চার্জ ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে, যা একই বছরের ফেব্রুয়ারির পর ব্যাঙ্কের প্রথম এ ধরনের বৃদ্ধি।
এসবিআই গ্রাহকদের এখন অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর প্রতিবার নগদ তোলার জন্য আগের ২১ টাকা ধার্য করেছে। এরপর যুক্ত হয় জিএসটি। ফলে চার্জ বেড়ে হয় ২৩। ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্টের মতো নন-ফাইন্যান্সিয়াল লেনদেনের ফি-ও ১১ টাকা করা হয়েছে। এসবিআই জানিয়েছে, ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এটিএম-সম্পর্কিত পরিষেবাগুলির মূল্য পর্যালোচনা করা হয়েছে।
বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যায় কোনও পরিবর্তন করা হয়নি। এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে আগের মতোই মাসে পাঁচটি বিনামূল্যের আর্থিক ও অন্য ধরনের লেনদেন করতে পারবেন। নির্ধারিত বিনামূল্যের লেনদেনের সংখ্যা অতিক্রম করলে এটিএম চার্জ দিতে হবে।
এসবিআই স্পষ্ট করেছে, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট অ্যাকাউন্টের ক্ষেত্রে বর্তমান পরিষেবা খরচে কোনও পরিবর্তন করা হয়নি। একই ভাবে, এসবিআই ডেবিট কার্ডধারীরা যখন এসবিআই-এর নিজস্ব এটিএম ব্যবহার করবেন, তখন বর্তমান চার্জ কাঠামোই বহাল থাকবে।
বিনামূল্যে লেনদেন কোন ক্ষেত্রে? এসবিআই নিয়মিত সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্য উপলব্ধ মাসিক বিনামূল্যে লেনদেনের সংখ্যা পরিবর্তন করেনি। গ্রাহকরা সমস্ত কেন্দ্রে এসবিআই-এর বাইরের এটিএম থেকে মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন চালিয়ে যেতে পারবেন, যার মধ্যে আর্থিক এবং নন-ফাইন্যান্সিয়াল উভয় ধরনের লেনদেন অন্তর্ভুক্ত। এই সীমা অতিক্রম করার পরেই সংশোধিত চার্জ প্রযোজ্য হবে।
বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্টগুলি বিদ্যমান চার্জ কাঠামো অনুযায়ী চলবে, কোনও পরিবর্তন ঘোষণা করা হয়নি। এসবিআই এটিএম ব্যবহারকারী এসবিআই ডেবিট কার্ডধারীদের কোনও চার্জ দিতে হবে না, কারণ বর্তমান নিয়ম অনুযায়ী এসবিআই এটিএম-এ লেনদেন বিনামূল্যে রয়েছে। এসবিআই এটিএম-এ কার্ডবিহীন নগদ উত্তোলন সীমাহীন এবং বিনামূল্যে থাকবে।






















