SBI Fixed Deposit: এই বিশেষ FD স্কিমে দারুণ সুদ দিচ্ছে SBI, আবেদনের শেষ দিন সামনেই
SBI Special Fixed Deposit Scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fixed Deposit) সাধারণের জন্য দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে যেগুলিতে আবেদনের শেষ দিন রয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।
Fixed Deposit: সাধারণ মানুষের কাছে বিনিয়োগের অন্যতম একটি উপায় হল ফিক্সড ডিপোজিট। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মেয়াদে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। একেবারে ঝুঁকি না নিয়ে এই বিনিয়োগে সুদ যদিও অনেকটাই কম মেলে, তবে প্রবীণ নাগরিকদের (Special Fixed Deposit) জন্য এক্ষেত্রে অনেক সুবিধে রয়েছে, সুদও খানিক বেশি মেলে অন্যদের তুলনায়। দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fixed Deposit) সাধারণের জন্য দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে যেগুলিতে আবেদনের শেষ দিন রয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। ফলে হাতে আর মাত্র ৩ দিন সময় রয়েছে। আগামী সোমবারের মধ্যেই আপনাকে এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে আবেদন জমা দিতে হবে।
অমৃত কলস স্কিম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যতম একটি স্কিম হল এই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম। ২০২৩ সালের ১২ এপ্রিল এই স্কিম চালু হয়েছিল এবং এতে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ পাওয়া যায়। এতে আবেদনের শেষ দিন এর আগে অনেকবার বাড়ানো হয়েছে। তবে এবার শেষ দিন রয়েছে ৩০ সেপ্টেম্বর। স্টেট ব্যাঙ্কের এই অমৃত কলস স্কিমে আপনাকে ৪০০ দিনের মেয়াদে বিনিয়োগ করতে হবে, তাতে আপনি ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬০ শতাংশ। এই স্কিমে কোনও ব্যক্তি চাইলে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। মেয়াদ শেষে সুদ সহ আপনার বিনিয়োগকৃত টাকা পুরোটাই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কম সময়ের মেয়াদে বেশি সুদ পেতে হলে এই স্কিম একটি অন্যতম বিকল্প হতে পারে।
এসবিআই উই কেয়ার স্কিম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে যা কিনা রিটেইল টার্ম ডিপোজিট প্রকল্পের অধীনে চালু করা হয়েছিল। এই স্কিমে আবেদনেরও শেষ দিন রয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪। ৫ থেকে ১০ বছরের মেয়াদে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। কোভিড চলাকালীন প্রবীণ নাগরিকদের সঞ্চয় সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই স্কিম চালু করা হয়েছিল। এই স্কিমেও প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫০ শতাংশ সুদ যা অন্যান্য সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিমের থেকে তুলনায় বেশি।
অনলাইন এবং অফলাইন দুভাবেই এই বিনিয়োগ করা যায়। এসবিআইয়ের ইয়োনো অ্যাপ কিংবা নেট ব্যাঙ্কিং থাকলেও অনলাইনে ঘরে বসে সহজেই এই দুই স্কিমে আপনি আমানত করতে পারবেন। অথবা আপনি চাইলে নিকটবর্তী কোনও স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়েও এই কাজ করে নিতে পারেন।
আরও পড়ুন: Share Market Opening: গতি কমেছে সেনসেক্স-নিফটিতে, আজ বাজারে মুনাফা দিতে পারে এই স্টকগুলি