(Source: ECI/ABP News/ABP Majha)
SEBI Update : গোল্ড , সোশ্যাল স্টক এক্সচেঞ্জে অনুমতি দিল SEBI
বহুদিন ধরেই সোশ্যাল স্টক এক্সচেঞ্জের প্রস্তাব এসেছিল শেয়ার মার্কেট রেগুলেটরি অথরিটির কাছে।মঙ্গলবার, গোল্ড ও সোশ্যাল স্টক এক্সচেঞ্জের পরিকাঠামো গড়ার প্রস্তাবে অনুমতি দিল (SEBI)।
নয়াদিল্লি: বদলে যেতে চলেছে ভারতের অর্থনৈতিক বাজারের মানচিত্র। মঙ্গলবার, গোল্ড ও সোশ্যাল স্টক এক্সচেঞ্জের পরিকাঠামো গড়ার প্রস্তাবে অনুমতি দিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। এবার থেকে আলাদা স্টক এক্সচেঞ্জে বাজার থেকে টাকা তুলতে পারবে 'সোশ্যাল এন্টারপ্রেনররা'।
বহুদিন ধরেই সোশ্যাল স্টক এক্সচেঞ্জের প্রস্তাব এসেছিল শেয়ার মার্কেট রেগুলেটরি অথরিটির কাছে।মঙ্গলবার সেই নিয়ে বৈঠকে বসে SEBI। সিদ্ধান্ত হয়, এবার বাজার থেকে টাকা তুলতে পারবেন সোশ্যাল এন্টারপ্রেনররা। এমনকী আলাদা গোল্ডের এক্সচেঞ্জে অনুমতি দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তবে এই গোল্ড Electronic Gold Receipt (EGR) হিসাবে ট্রেড হবে।
যে সকল সংস্থা বা সংগঠন সামাজিক কাজের সঙ্গে যুক্ত, এবার নতুন ঘোষণার মাধ্যমে তাঁরাও বাজার থেকে টাকা তুলতে পারবেন। অন্যান্য কোম্পানির মতো তাদেরও এই ছাড়পত্র দিয়েছে সেবি।ওয়াকিবহাল মহলের মতে, বাজারে কোম্পানির থেকে আলাদা হতে পারে এই সোশ্যাল স্টক এক্সচেঞ্জের নিয়ম-কানুন। যেহেতু সামাজিক কাজকর্মের ওপর ভিত্তি করেই এই ধরনের উদ্যোগ গড়ে ওঠে তাই অনেক ক্ষেত্রেই সংস্থা চালাতে গিয়ে তহবিলের অভাব দেখা দেয় এইসব সোশ্যাল এন্টারপ্রাইজে। এবার থেকে সেই সমস্যার সমাধানে সোশ্যাল স্টক এক্সচেঞ্জের দ্বারস্থ হতে পারবেন তারা।
তবে এরফলে সুবিধা হবে কোম্পানিগুলিরও। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা (CSR) পালনে এবার সোশ্যাল এন্টারপ্রাইজের কাছে সরাসরি ফান্ড জেনারেটর হতে পারবেন তারা। সোশ্যাল স্টক এক্সচেঞ্জ তৈরি হওয়ায় আগের থেকে নেটওয়ার্ক বেড়ে যাবে সোশ্য়াল এন্টারপ্রাইজগুলির। ফলে তহবিল গড়তে অনেকটাই সুবিধা হবে তাদের।
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা
Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ
আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?